মুম্বই: আজ থেকে ২০ বছর আগের ঘটনা। মুক্তি পেয়েছিল ‘লগান’ (Lagan)। ছবির নাম মনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে ক্রিকেট মাঠের দৃশ্য। কয়েকজন ভারতীয় ব্রিটিশ সামরিক ক্যাপ্টেনের ঔদ্ধত্য কীভাবে খেলার মাঠে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন সেই দৃশ্য। মনে পড়ে ধুতি ও মাথায় পাগড়ি পরিহিত আমিরকে।

আশুতোষ গায়ারিকর (Ashutosh Gowarikar) পরিচালিত ও আমির খান (Amir Khan)অভিনীত ‘লগান’ যে কতটা সফল ছিল তা আজও কাউকে বলে বোঝানের প্রয়োজন নেই। অনেক পরিচালক আজও ‘লগান’কে বেঞ্চমার্ক হিসেবে ধরেন। এক সাক্ষাৎকারে আমির খানই একথা জানা। ছবিটি আশুতোষ গোয়ারিকরের তৃতীয় ছবি ও আমির খানের প্রযোজনা সংস্থার প্রথম ছবি।

ছবির প্রধান চরিত্রে শুধু আমির নন, এই ছবির প্রত্যক অভিনেতার অভিনয়ও আজও মনে রেখেছে ফিল্মি দুনিয়া। আজ সেই ছবি মুক্তির ২০ বছর পার করল। এত বছর পর স্মৃতিচারণায় ভাসলেন ছবির তারকারা।

মিস্টার পারফেকশনিস্ট বলেন, ‘লগান ছিল, আছে আর ভবিষ্যতেও এর যাত্রা চলবে। এটি এমন একটি জার্নি ছিল যেখানে আমার সঙ্গে কিছু অসাধারণ মানুষের সাক্ষাত হয়। নতুন বন্ধু তৈরি হয়, যা দু দশকের বেশি সময় ধরে চলছে। অনেক শিখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক আবেগ, অনেক স্মৃতি। এই ছবিটি আমার জীবনের রাস্তাকে নির্দিষ্ট আকৃতি দিয়েছিল।’

‘লগান’ ছবিতে লখার চরিত্রে অভিনয় করেছিলেন যশপাল শর্মা (Yashpal Sharma)। পার্শ্ব চরিত্রে তিনি নজর কেড়েছিলেন সকলের। আজ এই ছবির স্মৃতি চারণা করতে গিয়ে সকলকে জানালেন নিজের অভিজ্ঞতার কথা। জানালেন একটি মজার ঘটনাও।

যশপাল শর্মা বলেন, একটি বড় প্রযোজনা সংস্থা তৈরি করেছিল লগান। সে সময় অভিনেতার হাতে কোনও কাজ ছিল না। এই চরিত্র অভিনয়ের সুযোগ পেয়ে তিনি প্রথমে ভাবেন ১ লক্ষ টাকা দাবি করবেন। পরে ভেবে স্থির করেন ৮০,০০০ টাকা চাইবেন। শেষে ৫০,০০০ বললেও কাজ করবেন বলে স্থির করেন। শেষ ভাবেন ২০,০০০ টাকাতেও রাজি হবে। কিন্তু, শেষ পর্যন্ত রিনা দত্তের সঙ্গে সাক্ষাতে জানতে পারেন তাঁরা দেড় লক্ষ টাকা দিতে চান এই চরিত্র অভিনয়ের জন্য।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.