তৃণমূলত্যাগীদের বিশ্বাস করে না বিজেপি! মুকুলের প্রত্যাবর্তনের পর জল্পনা বাড়ালেন সুনীল

মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর বিজেপির বিরুদ্ধে সরব হলেন সাংসদ সুনীল মণ্ডল। শুভেন্দু অধিকারীর হাত ধরে ভোটের আগেই তৃণমূল ত্যাগ করে বিজেপিতে গিয়েছিলেন তিনি। এখন তাঁর সাংসদ পদ খারিজের ব্যাপারে তৃণমূল লোকসভার স্পিকারের কাছে আবেদন করেছেন। তখনই সুনীল মণ্ডলের বেসুরো হওয়া সেই আঙ্গিকে তাৎপর্যপূর্ণ।

তৃণমূলত্যাগীদের বিশ্বাস করতে পারে না বিজেপি

সোমবার লোকসভায় সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ নিয়ে স্পিকারের কাছে দরবার করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপির বিরুদ্ধে সরব হলেন সুনীল মণ্ডল। তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে যাঁরা তৃণমূল থেকে এসেছেন তাঁদের মানতে পারছে না বিজেপি। বিশ্বাস করতে পারছেন না তৃণমূলত্যাগীদের।

দল বিরোধী একাধিক মন্তব্যে তৃণমূলে ফেরার জল্পনা

সুনীল মণ্ডলের কথায়, ভেবেছিলাম বিজেপি সংগঠনিকভাবে বড় দল। কিন্তু বিজেপিতে গিয়ে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এখানে তৃণমূলত্যাগীদের কেউ বিশ্বাসই করে না। এমনকী শুভেন্দু অধিকারীকেও তিনি ছেড়ে কথা বললেন না। মঙ্গলবার দল বিরোধী একাধিক মন্তব্য করে তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন।

দিল্লি থেকে উড়ে এসে ভোটে জেতা যায় না

সুনীল মণ্ডল বলেন, আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু বিজেপি আমাদের বিশ্বাসর করতে পারেনি। দিল্লি থেকে উড়ে এসে জিতে যাবে ভেবেছিল। কিন্তু দিল্লি থেকে উড়ে এসে ভোটে জেতা যায় না। ওইসব প্রবাসীদের বাংলা সম্পর্কে কোন জ্ঞান নই। ওঁরা বাংলার কী জানেন। ভাষাগত দক্ষতা ছিল না। আর এখানকার মানুষ হিন্দি বুঝবে কী করে! গ্রামগঞ্জের মানুষ তো সেভাবে হিন্দি জানেনই না।

কথা রাখেনি শুভেন্দু, অভিযোগ সুনীলের

শুধু বিজেপির দিল্লির নেতাদের নয়, সুনীল মণ্ডল তোপ দাগেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল মণ্ডল। তিনি বলেন, শুভেন্দু প্রথম আমার বাড়িতে আসে। তারপর আমায় যে কথা দিয়েছিল, তার এক বর্ণও মানেনি। দাদা-ভাই হয়ে একসঙ্গে কাজ করব বলেছিল। কিন্তু কথা রাখেনি শুভেন্দু।

শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক সুনীল মণ্ডল

শুভেন্দু অধিকারী কি আপনার সঙ্গে প্রতারণা করেছেন? প্রশ্নের উত্তরে আরও বিস্ফোরক বার্তা দেন সুনীল। তিনি বলেন, শুধু আমার সঙ্গে নয়, শুভেন্দু অনেকের সঙ্গেই প্রতারণা করেছে। আমি ওঁর সম্বন্ধে কোনও কথা বলতে চাই না। আমার সঙ্গে এখন সম্পর্ক নেই। তিনি অভিযোগ করেন, বিরোধী দল হয়ে বর্তমান সরকারকে ঠিকমতো কাজ করতে দিচ্ছে না বিজেপি। সুনীল মণ্ডল বলেন, তৃণমূলে ফেরার বিষয়টি এখনও ভাবিনি। ভেবে দেখব।

পুরভোটের আগে ঘর সাজাচ্ছে তৃণমূল, বনগাঁ পুরসভা নিয়ে বড় সিদ্ধান্ত পুরদফতরেরপুরভোটের আগে ঘর সাজাচ্ছে তৃণমূল, বনগাঁ পুরসভা নিয়ে বড় সিদ্ধান্ত পুরদফতরের

More MUKUL ROY News  

Read more about:
English summary
Sunil Mondal increases speculation to speak against BJP after Mukul Roy’s returning in TMC