সাউদাম্পটনে বিরাটদের অনুশীলনে উইনস্টনের শাস্ত্রীয় পরীক্ষা

ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর সারমেয়-প্রেমের ভিডিও ভাইরাল। টুইটারে ওই ভিডিও পোস্ট করে শাস্ত্রী লেখেন, ভারতের প্র্যাকটিস সেশনে উইনস্টন এখন টেনিস বলের মালিক।

রবি শাস্ত্রীর সারমেয়-প্রেম অবশ্য কারও অজানা নয়। গত বছর লকডাউনে পোষ্য সারমেয়দের সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ারও করেছিলেন ভারতীয় দলের হেড কোচ। কখনও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে সারমেয়দের টিম হাডলের সামনে বসে কখনও আবার পোষ্যকে সানগ্লাস পরিয়ে ছবি পোস্ট করেছিলেন, যা দেখে অনেক ক্রিকেট তারকাও প্রশংসা করেছিলেন শাস্ত্রীর পোষ্য-প্রেমের। আজ যে ভিডিও তিনি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে ভারতীয় দলের অনুশীলনের ফাঁকে সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল বা রোজ বোল স্টেডিয়ামে টেনিস ব্যাট হাতে দাঁড়িয়ে শাস্ত্রী। সঙ্গে উইনস্টন। তাকে নিয়েই মেতে শাস্ত্রী। উইনস্টন যেন ফিল্ডিং অনুশীলন করছে! দূরে ছুটে গিয়ে ক্যাচ লুফছে, যা দেখে শাস্ত্রী বলছেন হোয়াট আ ক্যাচ! মজাদার এই মুহূর্ত উপভোগ করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকেও। তিনিও লকডাউনে কুকুর, বিড়ালদের চিকিৎসার ব্যবস্থা করেছেন সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে। সব মিলিয়ে এই ভিডিও জনপ্রিয় হয়েছে নেটাগরিকদের কাছেও।

Our buddy Winston earns himself a tennis ball after #TeamIndia’s practice session #WTCfinal 🇮🇳 pic.twitter.com/tEeLYS3xBs

— Ravi Shastri (@RaviShastriOfc) June 15, 2021

এদিকে, বিসিসিআইয়ের তরফে একটি মজাদার ভিডিও এদিন টুইট করা হয়। যাতে ব্যৃাপিড ফায়ার প্রশ্নের মুখে পড়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, মহম্মদ শামি, চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মা। তিনটি করে প্রশ্ন রাখা হয়েছিল। ইংল্যান্ডে ব্রেকফাস্টে কে কী খেতে ভালোবাসেন এবং কীভাবে অবসর সময় কাটানোর পরিকল্পনা সেই প্রশ্নের উত্তর সকলে আত্মবিশ্বাসের সঙ্গেই দিয়েছেন। এই ভিডিওতে চেতেশ্বর পূজারা জানান, তিনি আমিষ খান না। তবে হিন্দি সিনেমা সম্পর্কে সাধারণ জ্ঞানের পরীক্ষায় কেউই আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে পারেননি। কোন সিনেমার শুটিং ইংল্যান্ডে হয়েছে সেই প্রশ্ন রাখা হয়েছিল সকলের সামনে। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে নামটা আত্মবিশ্বাসের সঙ্গে বললেও খানিকটা আন্দাজে সকলেই বলেন নমস্তে লন্ডন।

Movies, breakfast, laughter & more! 😂

DO NOT MISS: A fun round of rapid-fire with #TeamIndia members @ajinkyarahane88, @ImIshant, @cheteshwar1, @ashwinravi99 & @MdShami11 on the sidelines of a training session! 👌👌 #WTC21

Watch it all unfold 🎥 👇 pic.twitter.com/hKsSszM027

— BCCI (@BCCI) June 15, 2021

More ICC WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
Indian Coach Ravi Shastri's Love For Pet Dogs Video Goes Viral Ahead Of ICC WTC Final. Shastri Has Posted The Video In His Twitter Saying Our Buddy Winston Earns Himself A Tennis Ball After Team India’s Practice Session.