ফের করোনা কাঁটা, এবারও অনুমতি মিলল না হজ যাত্রার, বাতিল সব আবেদন

এবারও হচ্ছে না হজ যাত্রা। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের অধীন হজ কমিটি বািতল করে দিয়েছে হজ যাত্রার সব আবেদন। বিবৃতি জারির করে হজ কমিটির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ এখনও েতমন স্বস্তি জনক অবস্থানে যায়নি সেকারণেই সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে সব থেকে বড় কারণ সৌদি আরব বাইরের কোনও দেশের নাগরিককে হজের অনুমতি দিতে নারাজ।

ফের করোনা কাঁটা, এবারও অনুমতি মিলল না হজ যাত্রার, বাতিল সব আবেদন

গতবারের মতো এবারও হজ যাত্রার অনুমতি দিল না কেন্দ্র। করোনার কারণেইএই কড়া পদক্ষেপ করতে হয়েছে। যদিও সৌদি আরব সরকারও েসই দেশের নাগরিক ছাড়া অন্য কোনও দেশের নাগরিককে হজ যাত্রার অনুমতি দিতে নারাজ। এবারও সৌদি আরব সরকার কড়া সিদ্ধান্ত নিয়েছে। মাত্র ১৪৪২ জনের বেশি হজ করতে যেতে পারবেন না। এবং তাঁরা সেদেশেরই নাগরিক হবেন। বাইরের দেশের কেউ সেখানে যেতে পারবেন না। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেকারণেই এই কঠিন পদক্ষেপ করা হয়েছে।

সৌদি আরব সরকারের অনুমতি না মেলার কারণে স্বাভাবিক ভাবেই বাতিল করা হয়েছে হজ যাত্রার অনুমতি। সৌিদ আরব সরকার নিজের দেশের নাগরিকদের হজ যাত্রার জন্যেও একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। ১৮ থেকে ৬৫ বছর বয়সী যাঁরা হজযাত্রায় অংশ নেবে তাঁরা যেন টিকা নিলে তবেই অনুমতি পাবেন। গত বছরও সৌদি আরব সরকার বাইরের দেশের নাগরিকদের হজ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল করোনার কারণে।

More MUSLIM News  

Read more about:
English summary
Hajj-2021 canceled Hajj Committee said they will not ermitted as Coronavirus pandamic still in