চর্বি ঝড়ছে, এটা ভাল, বিজেপি নেত্রীর দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ

একের পর বিজেপি নেতা দল ছাড়ছেন। সকালেই দল ছেড়েছেন বিজেপির কিষাণ মোর্চার সম্পাদিকা। নিরুত্তাপ বিজেপি রাজ্য সভাপতির পাল্টা দাবি চর্বি ঝড়ছে দলের। এটা ভাল লক্ষ্মণ। বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। এটা ভাল হচ্ছে বলে পাল্টা দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মুকুল রায়ের তৃণমূলে ফেরার পর থেকেই বেসুরো একাধিক বিজেপি নেতা। তৃণমূলে ফেরার রাস্তা খুঁজছেন তাঁরা।

দল ছাড়লেন মুকুল অনুগামী

মুকুল তৃণমূলে ফিরতেই ঢেউ উঠতে শুরু করেছে বিজেপিতে। সোমবার সকালেই মুকুলের নীতিকে সমর্থন করে দল ছাড়লেন বিজেপির কিষাণ মোর্চার সম্পাদিকা দেবযানী দাশগুপ্ত। ইমেলে দিলীপ ঘোষকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। দেবযানী বিজেপির আইটি সেলের সদস্যও ছিলেন। মুকুলের হাত ধরেই বিজেপিতে গিয়েছিলেন। মুকুল রায় ফের তৃণমূল কংগ্রেসে ফিরতেই িতনি বিদ্রোহী হয়ে ওঠেন।

মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চান

দেবযানী দাশগুপ্ত ইমেলে দিলীপ ঘোষকে পদত্যাগ পত্র পাঠানোর পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাঁর লড়াইয়ে সামিল হতেই তিনি বিজেপির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন বলে জানিয়েছেন। তবে দেবযানী এখনই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কিনা তা নিয়ে কোনও সঠিক তথ্য মেলেনি।

দিলীপের নিশানা

দেবযানীর পদত্যাগ পত্র পাওয়ার পরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন,অনেক চর্বি জমে গিয়েছিল। এখন চর্বি ঝড়ছে। এটা ভাল দিক। এক প্রকার বিজেপির রাজ্য সভাপতি বার্তা দিয়েছেন দলে বেনোজলেই দল থেকে বেরিয়ে যাচ্ছে। তাতে পরিশ্রুত হচ্ছে দল। যাঁরা দল ছাড়ছেন তাঁরা কোনও দিনই বিজেপির হয়ে উঠতে পারেননি বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

বিধায়কদের ফোন শুভেন্দু

মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। সূত্রের খবর বেসুরো বিধায়কদের ফোন করেছিলেন বিরোধী দলনেতা। এবং তিিন আজই নাকি বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন। মনে করা হচ্ছে দলের ভাঙন রুখতে উদ্যোগী হয়েছেন শুভেন্দু অধিকারী।

রাজীবকে 'উত্তম কুমারে'র সঙ্গে তুলনা কল্যাণের! সুন্দর দেখতে ছাড়া কোনও গ্রহনযোগ্যতা নেই বললেন সৌগতরাজীবকে 'উত্তম কুমারে'র সঙ্গে তুলনা কল্যাণের! সুন্দর দেখতে ছাড়া কোনও গ্রহনযোগ্যতা নেই বললেন সৌগত

More DILIP GHOSH News  

Read more about:
English summary
Dilip Ghosh terget BJP leader who left party follows Mukul Roy TMC joinning