আমস্টারডাম: ইতালির মতোই রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ(WC 2018) খেলা হয়নি নেদারল্যান্ডসের(Netherlands)। তাই ইউরোয় ভালো ফল করে ফের সমীহ জাগাতে মরিয়া ডাচ-রা। সেই লক্ষ্যে ঘরের মাঠ জোহান ক্রুয়েফ এরিনায়(Johan Cuijff Arena) রবিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইউক্রেনের(Ukraine) মুখোমুখি হয়েছিল তারা। রুদ্ধশ্বাস সেই ম্যাচ ৩-২ গোলে জিতে ইউরোয় অভিযান শুরু হল ১৯৮৮ চ্যাম্পিয়নদের। ৮৫ মিনিটে জয়সূচক গোল করে নেদারল্যান্ডসের নায়ক ডেঞ্জেল ডুমফ্রিয়েস(Denzel Dumfries)।
এদিন অরেঞ্জ ব্রিগেডের হয়ে বাকি দু’টি গোল অধিনায়ক জর্জিনিও উইনালডাম(Gini Wijnaldum) এবং ওয়াউট ওয়েগহর্স্টের(Wout Weghorst)। এদিন ৫টি গোলই খেলার দ্বিতীয়ার্ধে। যদিও প্রথমার্ধে মোটেই নিষ্ক্রিয় ছিল না কোনও দলই। দু’দলের আধিপত্য বিস্তারের চেষ্টা প্রথমার্ধের খেলাকে উত্তেজক করে তোলে। যদিও গোল লক্ষ্য করে শটের নিরিখে ইউক্রেনকে টেক্কা দেয় ডাচ-বাহিনী। ওপেন সিটার এবং একটি ফ্রি-হেডার মিস করেন শেষ লগ্নে নায়ক বনে যাওয়া এইন্ডহোভেন ফুল-ব্যাক ডুমফ্রিয়েস। উইনালডামের একটি জোরালো ভলি রক্ষা পায় ইউক্রেন গোলরক্ষকের দস্তানায়।
দ্বিতীয়ার্ধে ঝড় ওঠে জোহান ক্রুয়েফ এরিনায়। ৫২ মিনিটে বিপক্ষ গোলরক্ষকের প্রতিহত করা একটি নির্বিষ বল বক্সের মধ্যে জোরালো ভলিতে জালে জড়িয়ে দেন অরক্ষিত জিনি উইনালডাম (Gini Wijnaldum)। ম্যাচে তখন জাঁকিয়ে বসেছে ‘অরেঞ্জ ব্রিগেড’। ছ’মিনিট বাদে দ্বিতীয় গোল ওয়েগহর্স্টের(Wout Weghorst)। উলফসবার্গ স্ট্রাইকারের নেওয়া শট ডুমফ্রিয়েসের পায়ে লেগে গোলে ঢুকে যায়। তবে গোলটি ওয়েগহর্স্টের নামেই লেখা হয়। দু’গোলে পিছিয়ে পড়া ইউক্রেন বুঝি করুণ আত্মসমর্পণ করবে ম্যাচে, তখন এমনটাই ভাবছিলেন সকলে। কিন্তু চার মিনিটের ব্যবধানে জোড়া গোল ফিরিয়ে দিয়ে ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে আন্দ্রে শেভচেঙ্কোর(Andriy Shevchenko) ছেলেরা।
৭৫ মিনিটে ইউক্রেন উইঙ্গার আন্দ্রে ইয়ার্মোলেঙ্কোর(Andriy Yarmolenko) দূরপাল্লার দর্শনীয় কার্লিং শট আছড়ে পড়ে নেদারল্যান্ডসের জালে। দলের অধিনায়ক ওয়েস্ট হ্যামের এই ফুটবলার। চার মিনিট বাদে সমতা ফেরান রোমান ইয়ারেমচুক(Roman Yaremchuk)। ফ্রি-কিক থেকে ম্যালিনোস্কির(Ruslan Malinovskiy) ভাসানো বল হেডে জালে রাখেন তিনি। এরপর সবাই যখন ভাবছে উত্তেজক ম্যাচে পয়েন্ট ভাগ করে নিতে চলেছে দুই দল তখনই ফের টুইস্ট। প্রথমার্ধে জোড়া সহজ সুযোগ নষ্টের প্রায়শ্চিত্ত করেন ডুমফ্রিয়েস। ৮৫ মিনিটে পরিবর্ত ন্যাথান একের(Nathan Ake) মাপা সেন্টার ড্রপ হেডে জালে রাখেন এইন্ডহোভেন ফুল-ব্যাক। এই গোলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ডাচ শিবির।
এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টে অভিষেককারী উত্তর ম্যাসিডোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে সহজ জয় তুলে নেয় অস্ট্রিয়া। প্রথমার্ধে ফলাফল ১-১ থাকলেও দ্বিতীয়ার্ধে জোড় গোল তুলে নিয়ে ম্যাচ জেতে ডেভিড আলাবা(David Alaba) নেতৃত্বাধীন অস্ট্রিয়া।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.