টি২০ বিশ্বকাপ আয়োজনের কর মকুব নিয়ে আইসিসি-কে জবাব দিতে তৎপর বিসিসিআই

করোনা ভাইরাসের আবহে ভারতে টি২০ বিশ্বকাপ আদৌ হবে না কিনা তার কোনও নিশ্চয়তা নেই। তবু টুর্নামেন্ট আয়োজনের কর মকুব নিয়ে বিসিসিআই-কে মঙ্গলবারই আইসিসি-কে জবাব দিতে হবে। তাই এই ইস্যুতে মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে এক গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। তাতে সশরীরে যোগ দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

করোনা ভাইরাসের আবহে ভারতে টি২০ বিশ্বকাপের আসর বসানো সম্ভব কিনা, তা চূড়ান্তভাবে জানা যাবে আগামী ২৮ জুন। তার আগে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে ভারত সরকারের কর মকুব নিয়ে আইসিসি-কে তাদের জবাব দিতে বিসিসিআই তৎপর হয়ে উঠেছে বলে এক সূত্র মারফত জানা গিয়েছে। এর ওপর টি২০ বিশ্বকাপ আয়োজনের প্রেক্ষাপট নির্ভর করছে বলেও জানানো হয়েছে। এ ব্যাপারে বিসিসিআই কী জানায় এবং তার প্রেক্ষিতে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, তা আগামী কয়েক দিনের মধ্যে জানা যাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ইতিমধ্য়ে আইসিসি জানিয়ে দিয়েছে যে টি২০ বিশ্বকাপ ভারতে না হলেও টুর্নামেন্টের আয়োজক থাকবে বিসিসিআই। সেক্ষেত্রে মেগা টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। করোনা ভাইরাসের আবহে ২০২০ সালে সফলভাবে আইপিএল আয়োজন করে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করেছে আমিরশাহী ক্রিকেট বোর্ড। সেই বিশ্বাস থেকে ২০২১ সালের আইপিএলের শেষাংশও ওই দেশেই অনুষ্ঠিত হতে চলেছে। ফলে টি২০ বিশ্বকাপও ওই দেশে সরিয়ে নিয়ে যাওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ম্যাচ শেষ হতেই সোজা নেটে শার্দুল, কোচ শাস্ত্রী-ঋষভ কথোপকথন নেট দুনিয়ায় ভাইরালম্যাচ শেষ হতেই সোজা নেটে শার্দুল, কোচ শাস্ত্রী-ঋষভ কথোপকথন নেট দুনিয়ায় ভাইরাল

যদিও টি২০ বিশ্বকাপ আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দ্বীপরাষ্ট্রে মেগা টুর্নামেন্ট হলে ব্রডকাস্টারদের সমর্থন বিসিসিআই পাবে বলেই মনে করা হচ্ছে। কারণ সেখানকার করোনা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত হয়েছে। সে সব বিষয় নিয়েই বিসিসিআইয়ের বৈঠকে আলোচনা হবে বলে এক সূত্র মারফত জানানো হয়েছে।

More SOURAV GANGULY News  

Read more about:
English summary
BCCI to discuss tax exemption issue ahead of deadline of T20 World Cup
Story first published: Monday, June 14, 2021, 14:41 [IST]