নির্বাচনে হেরে পাকিস্তানের রাস্তায় আইসক্রিম বিক্রি করছেন ট্রাম্প? নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল ভিডিও

ক্ষমতার অলিন্দে থাকা হোক বা না হোক খবরের অলিন্দে যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবাধ বিচরণ এখনও বজায় রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। এদিকে সম্প্রতি একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হতেই ফের খবরের শিরোনামে ট্রাম্প। ওই ভিডিওটি এক ঝলক দেখলে বোঝা যাবে একটি ঠেলা গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় কুলফি আইসক্রিম বিক্রি করছেন ট্রাম্প। সঙ্গে গাইছেন গানও।

অনেকেই ভিডিওটি শেয়ার করে মজার ছলে লিখেছেন নির্বাচনী ধাক্কা খেয়েই এই হাল হয়েছে ট্রাম্পের। এদিকে সূত্র বলছে ভিডিওটি আদপে পাকিস্তানের। এদিকে বিশ্বের বহু সেলিব্রেটির মতো দেখতে অবিকল মানুষ এর আগেও ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলেছে। এবার খোঁজ মিলল সেরকমই এক নকল ট্রাম্পের। যাঁকে দেখতে হুবহু ট্রাম্পের মতো হলেও তিনি আদপে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের শাহিওয়ালের বাসিন্দা।

এদিকে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন পেশায় এই কুলফি বিক্রেতা। কেবল ধনকুবের রাজনীতিবিদ ট্রাম্পের সঙ্গে চেহারার মিল নয় গানের গলা দিয়েও নেট নাগরিকদের মাতিয়ে তুলেছেন তিনি। এমনকী তাঁর গানের দক্ষতার প্রশংসা করে এক নেটিজেন লিখেছেন, 'দেখতে ট্রাম্পের মতো, কিন্তু আত্মাটা নসিবো লালের মতো।’ প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় লোকসঙ্গীত গায়ক হিসাবে নসিবো লালের খ্যাতি দীর্ঘদিনের।

এদিকে পাকিস্তানি গায়ক ও গীতিকার শেহজাদ রায় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করার পর তা নিয়ে প্রথম চর্চা শুরু হয়। ওই ভিডিওতে দেখা যায় মধ্য বয়সী ওই ব্যক্তি কুর্তা পাজামা পরে নিজের কুলফি বিক্রির গাড়ির সামনে গান গাইছেন। তবে তার গানের গলা সত্যই শ্রুতি মধুর। এদিকে ভিডিও সামনে আসতে ট্রাম্পকে নিয়ে হাসি মশকরাতেও মেতেছেন অনেকে।

More PAKISTAN News  

Read more about:
English summary
Fake Trump seen in Pakistan, viral video in the net world