Copa America : নেইমারদের দাপটে প্রথম ম্যাচেই ভেনেজুয়েলাকে ৩ গোল আয়োজক ব্রাজিলের

বিতর্কিত কোপা আমেরিকার প্রথম ম্যাচেই জয় পেল আয়োজক ব্রাজিল। ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিলেন নেইমাররা। গোল করলেন তারকা নিজে। গোল করলেন গ্যাব্রিয়াল বার্বোসা এবং মারকুইনসের মতো তারকারাও। করোনা ভাইরাসের বিপুল আবহে ঘরের মাঠে হলুদ জার্সি-নীল জার্সিধারীদের বড় জয় কিছুটা হলেও স্বস্তি দেবে ব্রাজিলের ফুটবল ফ্যানদের।

Copa America : নেইমারদের দাপটে প্রথম ম্যাচেই ভেনেজুয়েলাকে ৩ গোল আয়োজক ব্রাজিলের

আর্জেন্তিনা এবং কলম্বিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। রাজনৈতিক কারণে কলম্বিয়ার থেকে দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছিল। করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে আর্জেন্তিনায় মেগা টুর্নামেন্টের আসর বসাতে রাজি হয়নি দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন বা কনমেবল। ফলে হঠাৎ করেই ঠিক করা হয় যে ব্রাজিলে সরিয়ে নিয়ে যাওয়া হবে টুর্নামেন্ট। যা নতুন বিতর্কের সূচনা করেছিল। অতিমারীর ভয়ঙ্কর পরিস্থিতিতে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে কোপা আমেরিকা আয়োজন করার যুক্তিগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁদের না জানিয়ে কনমেবল এত বড় পদক্ষেপ করায় টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন নেইমাররা। তবে পরে তাঁরা নিজেদের অবস্থান করে।

বিতর্কের আবহেও কোপা আমেরিকার খেতাব ধরে রাখাই যে তাদের লক্ষ্য, তা প্রমাণ করল ব্রাজিল। ব্রাসিলিয়ার কার্যত দর্শকশূণ্য গ্যারিঞ্চা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে কার্যত উড়িয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে ৪-৩-৩ ছকে মাঠে নামা তিতের দল। গ্যাব্রিয়াল জেসুস, রিচার্লসন এবং নেইমারকে সামনে রেখে প্রতিপক্ষের গোলমুখে একের পর এক সঙ্ঘবদ্ধ আক্রমণ তৈরি করতে থাকে ব্রাজিল। অন্যদিকে আল্ট্রা ডিফেন্সিভ ৫-৪-১ ছকে দল সাজিও নেইমারদের আক্রমণ সামাল দিতে নাজেহাল হয়ে যায় পেসেইরোর ভেনেজুয়েলা।

Copa America : নেইমারদের দাপটে প্রথম ম্যাচেই ভেনেজুয়েলাকে ৩ গোল আয়োজক ব্রাজিলের

ম্যাচের ২৩ মিনিটের মাথায় প্রথম গোলটি পেয়েই যায় ব্রাজিল। মারকুইনসের বুট থেকে আসে সফলতা। ১-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে আয়োজক দেশ। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে হলুদ-নীল জার্সির খেলোয়াড়রা। ৪৬ মিনিটের মাথায় লুকাস পাকুয়েতার পরিবর্তে এভার্টন রিবেইরো এবং রেনান লোদির পরিবর্তে অ্যালেক্স স্যান্দ্রোকে নামিয়ে রণনীতিতে পরিবর্তন ঘটান ব্রাজিলের কোচ। তাতেই আসে সাফল্য।

ভেনেজুয়েলার ডিফেন্ডারদের ভুলে ৬৩ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ৯ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। গোল করতে ভুল করেননি নেইমার। ৬৫ মিনিটের মাথায় রিচার্লিসনের পরিবর্তে গ্যাব্রিয়েল বার্বোসাকে নামিয়ে মোক্ষম চাল দেন তিতে। আর তাতেই কুপোকাৎ ভেনেজুয়েলা। ৮৯ মিনিটের মাথায় নেইমারের বাড়ানো বল থেকে গেল করে ব্রাজিলের জয় নিশ্চিত করে বার্বোসা। ম্যাচে ফেরার আর কোনও সুযোগই পায়নি ভেনেজুয়েলা।

More COPA AMERICA News  

Read more about:
English summary
Copa America : Brazil beat Venezuela by 3-0 in first match of the tournament