রাহানের পরামর্শ মেনে মিতালি-হরমনপ্রীতদের টেস্ট প্রস্তুতি জোরকদমে

সাত বছর পর টেস্ট খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাও ইংল্যান্ডের মাটিতে। ব্রিস্টলে ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের একমাত্র টেস্ট শুরু বুধবার। নিভৃতবাস কাটিয়ে জোরকদমে নেট প্র্যাকটিস সারছেন মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, ঝুলন গোস্বামীরা। ইংল্যান্ডে আসার আগে অজিঙ্ক রাহানে যে মূল্যবান পরামর্শগুলি দিয়েছেন তা মাথায় রেখেই চলছে অনুশীলন। ইংল্যান্ডে টেস্ট জয়ের স্মৃতি আর অভিজ্ঞতাই বাড়াচ্ছে আত্মবিশ্বাস।

রাহানে শরণে

সাত বছর পর টেস্ট খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তার আগে একদা সতীর্থ অজিঙ্ক রাহানেকে মিতালিদের কোচ রমেশ পওয়ার অনুরোধ করেছিলেন কিছু মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। মুম্বইয়ে নিভৃতবাসে থাকাকালীন জুম মিটিংয়ে ভারতীয় মহিলা দলকে ব্যাটিং টিপস দেন অজিঙ্ক রাহানে। অধিনায়ক মিতালি রাজ, তাঁর ডেপুটি হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা-সহ সমস্ত ব্যাটসম্যান এবং শিখা পাণ্ডের মতো পেসাররাও সেই সেশনে অংশ নেন। জানা গিয়েছে, রাহানে পরামর্শ দেন বলের কাছে গিয়ে শট খেলতে হবে। বল যেহেতু মুভ করে তাই প্রথম দিকে কভার ড্রাইভ-সহ ড্রাইভের লোভ সামলাতে হবে। এই শট খেলা যাবে না। উইকেটে থিতু হয়ে ধৈর্য্যের পরিচয় দিতে হবে। প্রথমে দশ রান, তারপর আরও ২৫, ৩০ এভাবে লক্ষ্য স্থির করে এগোতে হবে। বৃষ্টিতে খেলা বন্ধ হলে তারপর যখন শুরু হবে তখন পরিস্থিতি বুঝে নতুন করে শুরু করতে হবে। খেলা বন্ধের আগের মেজাজে থাকলে হবে না।

ডেপুটিতে উদ্বুদ্ধ ডেপুটি

বিরাট কোহলির দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। মিতালি রাজের দলের সহ অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি এদিন বলেন, লাল বলে আমি বেশি ক্রিকেট খেলিনি। মাত্র দুটি টেস্ট খেলেছি। টেস্ট খেলার ব্যাপারে অজিঙ্ক রাহানের অভিজ্ঞতাসমৃদ্ধ পরামর্শ পাওয়ার সুযোগ পেয়ে তা আমরা হাতছাড়া করিনি। কীভাবে টেস্টে ব্যাটিং করা উচিত সে ব্যাপারে আমাদের পরামর্শ দিয়েছেন রাহানে। আমরা মানসিকভাবে প্রস্তুত। খুব সহজভাবেই বন্ধুত্বপূর্ণ পরিবেশে রাহানের পরামর্শ পেয়েছি। নেটে সেইমতো অনুশীলন করছি। মন ভালো থাকলে ভালো ক্রিকেট খেলা যায়। আমরা আমাদের শক্তি নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

ছবি- বিসিসিআই টুইটার

লক্ষ্য স্থির

রাহানের পরামর্শ মেনে টেস্ট শুরুর আগে দুই দিন নিবিড় অনুশীলন করবেন হরমনপ্রীতরা। তাঁর কথায়, এখানে নেটে বুঝছি স্যুইংও করবে ভালোই। তাই ধৈর্য্যের পরিচয় দিয়ে উইকেটে বেশিক্ষণ পড়ে থাকা শুধু আমার নয়, দলের সকলেরই লক্ষ্য। উল্লেখ্য, হরমনপ্রীতের টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডে, সেই টেস্টে ভারত ৬ উইকেটে জিতেছিল স্মৃতি মান্ধানার ৫১ ও মিতালির অপরাজিত ৫০-এ ভর করে। সীমিত ওভারের ক্রিকেটে সফল হরমনপ্রীত এবার দলের জয়ে বড় অবদান রাখতে চান।

ছবি- বিসিসিআই টুইটার

ঝুলনের প্রশংসা

দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৪ উইকেট-সহ সেই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন ঝুলন গোস্বামী। দলের সিনিয়র পেসারের প্রশংসা করে হরমনপ্রীত বলেন, সব সময়ই ঝুলন সামনে থেকে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে ভালোবাসেন। ফলে তিনি তো বটেই, বাকি বোলাররাও ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন। ভারত শেষবার ইংল্যান্ডে যে টেস্ট খেলেছিল সেই দলে আটজনের অভিষেক হয়েছিল। এবারও বেশ কয়েকজন কেরিয়ারের প্রথম টেস্ট খেলবেন ইংল্যান্ডেই।

ছবি- বিসিসিআই টুইটার

🗣️🗣️ "Jhulan Goswami is someone who always takes the lead, she is special for us."

Ahead of #TeamIndia's Test against England, vice-captain @harmanpreetkaur talks about @Jhulangoswami's importance in the side. pic.twitter.com/27d09bZlIJ

— BCCI Women (@BCCIWomen) June 14, 2021

💬💬It was a memorable win for us. @ImHarmanpreet relives #TeamIndia's Test win against England in 2014. 👏👏 pic.twitter.com/IE0uhJC79x

— BCCI Women (@BCCIWomen) June 14, 2021

More INDIA WOMEN News  

Read more about:
English summary
India Women Are Charged Up And Mentaly Prepared To Face England After Getting Ajinkya Rahane's Tips. After Seven Years, India Women Will Play One-Off Test Against England From Wednesday.
Story first published: Monday, June 14, 2021, 21:38 [IST]