ভারতের অনুশীলন ম্যাচের তৃতীয় দিনের প্রাপ্তি জাদেজার ব্যাটিং, সিরাজের বোলিং

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতের অনুশীলন ম্যাচে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। কেএল রাহুলের শতরান ও রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সবমিলিয়ে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটাররা যে চার্জড আপ হয়ে রয়েছেন, তা অনায়াসে বলা যায়।

জাদেজা ও সিরাজের পারফরম্যান্স

সাউদাম্পটনে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। কার্যত ওয়ান ডে-র মেজাজে ৭৬ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন বাঁ-হাতি ক্রিকেটার। এরপর বল হাতেও কামাল করেন জাড্ডু। তৃতীয় দিনে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজের উপযোগীতা প্রমাণ করেছেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ।

দুর্দান্ত রাহুল এবং রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে কেএল রাহুলকে দুর্দান্ত ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছিল। অস্ত্রোপচারের ধকল সামলে ওঠা কর্নাটকী ক্রিকেটারের ব্যাট থেকে ম্যাচের তৃতীয় দিনে শতরান এসেছে বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম একাদশে রাহুলের জায়গা পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্যদিকে রোহিত শর্মা ম্যাচে ৮০-এর বেশি রান করেছেন বলেও খবর।

সকলের দুর্দান্ত পারফরম্যান্স

ম্যাচের ছন্দে বোলিং করতে দেখা গিয়েছে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুরদের। অধিকাংশ ক্ষেত্রেই দুর্দান্ত লাইন, লেন্থে এবং সিমে বল করতে দেখা গিয়েছে ভারতীয় বোলারদের। ফলে ব্যাটসম্যানদের সঙ্গে তাঁদের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। জাদেজাকে অনায়াসে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন রাহুল। সাবধানে ব্যাটিং করতে দেখা গিয়েছে মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মাদের। ম্যাচে ৯৪ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। ১৩৫ বলে ৮৫ রান করেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল।

ভারত বনাম নিউজিল্যান্ড

১৮ জুন সাউদাম্পনে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। তার দুই দিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিস্টলে টেস্ট খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। সে উপলক্ষ্যে নিবিড় অনুশীলন চলছে মিতালি রাজ, হরমনপ্রীত কৌরদেরও।

More RAVINDRA JADEJA News  

Read more about:
English summary
Ravindra Jadeja scores fifty on 3rd day of Team India's intra squad match in England