সেভিয়া: স্কোয়াডে কোভিডের(COVID-19) মাথাব্যথা নিয়েই ‘লা রোজা'(La Roja)-দের ইউরো অভিযান শুরু আজ। প্রতিপক্ষ ইব্রা-হীন সুইডেন(Sweden)। ইউরো খেলবেন বলে অবসর ভাঙলেও ক্লাবের হয়ে মরশুম শেষের প্রাক্কালে চোট পেয়ে ছিটকে গিয়েছেন এসি মিলান(AC Milan) তারকা। তবে সুইডেনকে যদি তাঁদের দুর্ধর্ষ স্ট্রাইকারকে ছাড়া খেলতে হয় তবে স্পেন খেলবে তাঁদের সর্বকালের অন্যতম উৎকর্ষ ডিফেন্ডার সার্জিও রামোসকে(Sergio Ramos) ছাড়া।

২০০৪ পর কোনও মেজর প্রতিযোগীতায় রামোসকে ছাড়া নামেনি স্পেন। ফিটনেসের কারণে বাদ পড়েছেন ২০০৮, ২০১২ ইউরো জয়ী স্পেনের অন্যতম কান্ডারি। টুর্নামেন্ট শুরুর আগে লুইস এনরিকের(Luis Enrique) শিবিরে আবার কোভিডের প্রাদুর্ভাব ঘটেছে। মারণ ভাইরাসে আক্রান্ত খোদ আধিনায়ক সার্জিও বুসকেতস(Sergio Busquets) এবং দিয়েগো লরেন্তে(Diego Llorente)। যার জন্য ইউরোর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটাই খেলতে পারেনি স্প্যানিশ আর্মাডা। ফলত প্রস্তুতিতে ব্যাপক খামতি নিয়েই ২০২০ ইউরো শুরু করছে তিনবারের চ্যাম্পিয়নরা। যদিও লরেন্তে টানা চারটি নেগেটিভ রিপোর্টের পর শুক্রবার স্কোয়াডে ফেরৎ এসেছেন।

তবে সুইডেনের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে না। বুসকেতস না থাকায় মাঝমাঠে বিকল্প হতে পারেন রদ্রি(Rodri), আলকান্তারা(Thiago Alcantara) কিংবা কোকে(Koke)। আকর্ষণের কেন্দ্রে থাকবেন পেদ্রিও। রক্ষণ এবং আক্রমণে পাউ তোরেস(Pau Torres) এবং ফেরান তোরেসের(Feran Torres) দিকে নজর থাকবে অবশ্যই। এখন দেখার পরিবর্তিত পরিস্থিতিতে কতোটা মানিয়ে নিতে পারে এনরিকের দল।

উল্লেখযোগ্যভাবে মূল স্কোয়াডের পাশে যে দ্বিতীয় যে দলটিকে প্রস্তুত রাখা হচ্ছে সেখানে সংখ্যা বাড়িয়ে ১৭ করা হয়েছে। পক্ষান্তরে সুইডেন জোড়া প্রস্তুতি ম্যাচ সহ নিজেদের শেষ ৫টি ম্যাচ জিতে ইউরোর মূলপর্বে প্রবেশ করছে। তাই ইব্রা(Zlatan Ibrahimovic) না থাকলেও আত্মবিশ্বাসে ভরপুর গোটা দল। তবে কোভিড হানা দিয়েছে নীল-হলুদ শিবিরেও। জুভেন্তাস উইঙ্গার কুলুসেস্কি(Dejan Kulusevski) এবং বলোগানা মিডিও ভ্যানবার্গ(Mattias Svanberg) আইসোলেশনে। তবুও এনরিকের দলকে বেগ দিয়ে জয়ের প্রত্যাশী সুইডেন। মাঝমাঠে কোচ জেন অ্যান্ডারসনের ভরসা হতে পারেন এমিল ফর্সবার্গ(Emil Forsberg) এবং আলবিন একডাল(Albin Ekdal)।

সেভিয়ার এস্তাদিও লা কার্তুজায় অবশ্যই হোম অ্যাডভান্টেজ পাবেন আলবা(Jordi Alba)-মোরাতারা(Alvaro Morata)। শেষবার ইউরোতে দু’দল মুখোমুখি হয়েছিল ১২ বছর আগে। সুইডেনকে ২-১ গোলে হারিয়েছিল সেবারের চ্যাম্পিয়নরা। একনজরে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য একাদশ-

স্পেন: দি গিয়া, অ্যাজপিলিকুয়েতা, ল্যাপোর্তে, পাউ তোরেস, আলবা, মার্কোস লরেন্তে, রদ্রি, পেদ্রি, মোরেনো, মোরাতা এবং ফেরান তোরেস।

সুইডেন: ওলসেন, অগাস্টিনসন, ড্যানিলসন, লিন্ডেলফ, লুস্টিগ, ফর্সবার্গ, ওলসন, একডাল, লারসন, আইজ্যাক এবং বার্গ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.