কলকাতা ২৪x৭ ডেস্কঃ পার্কিংলটে দাঁড়িয়ে থাকা গাড়ি হটাৎই ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে। মুম্বাইয়ের (Mumbai) রাস্তার ভয়াবহ ধসের ভিডিও দেখে হাড়হিম হয়ে যাচ্ছে নেটিজেনদের। রাস্তার পাশে লাগানো সিসিটিভি ক্যামেরাতে এই দৃশ্য ধরা পড়ে। ভিডিওটি (shocking video) সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়ে যায়। তবে এহেন ধসের কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হয় শুধুমাত্র একটিই গাড়ি। পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি একেবারে অক্ষত অবস্থায় রয়ে যায়। পাশাপাশি এই আজব কাণ্ডে কোনও হতাহতেরও খবর পাওয়া যায়নি।
ঠিক কী ঘটেছিল ? ভিডিওতে (shocking video) দেখা যাচ্ছে একটি নীল রঙা গাড়ি হটাৎই রাস্তার উপর একটি গর্তে ধীরে ধীরে নেমে যাচ্ছে। আর সেই গাড়িটিকে গ্রাস করতে গর্তের ১৫ সেকেন্ডও সময় লাগেনি। জানা গিয়েছে, ওই গর্তটির গভীরতা প্রায় ৪০ ফুট ছিল। পরে ক্রেনের সাহায্যে গর্ত থেকে ওই গাড়িটি উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যাচ্ছে যে, মুম্বাইয়ের রাস্তায় ভয়ঙ্কর ধস নামে, যার ফলে তৈরি হয় প্রায় ৪০ ফুট গভীরতার ওই গর্তটি। সেখানেই ওই গাড়িটি তলিয়ে যায়।
দেখুন সেই অবাককাণ্ডের ভিডিও (Viral Video) – – –
এই দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত সর্বত্র কতই না কাণ্ড ঘটে চলে প্রতিদিন । কখনও ব্যাঙ্গাত্মক, কখনও হাস্যকর বা কখনও বিতর্কিত। সে সব কাণ্ড এখন খবু সহজেই পৌঁছে যায় মানুষের দোরগোড়ায় । সৌজন্যে সেই সামাজিক মাধ্যম । মুঠোবন্দী ফোন আর নেটপাড়ার সুবাদে সকলের হাতে হাতে এখন ভাইরাল (Viral) পোস্ট পৌঁছে হযে যায় নিমেষেই । তাই দেশের আনাচে-কানাচে কী ঘটনা ঘটে চলেছে সেটাও অজানা থাকে না কারও কাছে।
সোশ্যাল মিডিয়ার পর্দা! যেখানে চোখ রাখলেই কতই না আজব-অদ্ভূত আর অজানা দৃশ্য চোখে পড়ে। যা দেখে নেট জনতারা কখনও মানবিকতার উজ্জ্বল নিদর্শন, কখনও চক্ষুচড়ক গাছ, তো হেসে লুটোপুটি খায়। তাই তো সময় পেলেই বা কাজের ফাঁকে কিছুক্ষণের জন্য তাঁরা ঘুরে যায় সোশ্যাল মিডিয়া থেকে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.