জকোভিচের শাপমুক্তি
রোলাঁ গারো মানেই রাফায়েল নাদাল। হবে না-ই বা কেন? ফরাসি ওপেনে ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছেন। ১০৮টি ম্যাচ খেলে জিতেছেন ১০৫টিতে। তবে যে তিনটিতে নাদালকে কেউ হারিয়েছেন তিনি এবারের আগে কখনও চ্যাম্পিয়ন হতে পারেননি। ২০০৯ সালে চতুর্থ রাউন্ডে নাদালকে হারান রবিন সডারলিং, ফাইনালে তিনি হেরে যান রজার ফেডেরারের কাছে। ২০১৫ সালের কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ হারিয়েছিলেন রাফাকে, ফাইনালে হেরে যান স্টান ওয়াওরিঙ্কার কাছে। এমনকী ২০১৬ সালে তৃতীয় রাউন্ডে নাদালের কাছে ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডেই মার্সেল গ্র্যানোলার্স হেরে যান ডমিনিক থিয়েমের কাছে। যদিও জকোভিচ সেই শাপমুক্তি ঘটালেন জকোভিচ। পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে গ্রিসের স্তেফানোস সিতসিপাসকে হারিয়ে।
মেজর রেকর্ড
নোভাক জকোভিচ এবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে ১৯তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব দখলে আনলেন। তাঁর সামনে এখন রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। দুজনেই জিতেছেন ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম খেতাব। জকোভিচ তাঁর কেরিয়ারে সবচেয়ে বেশি ৯ বার জিতেছেন অস্ট্রেলীয় ওপেন (২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০, ২০২১)। পাঁচবার জিতেছেন উইম্বলডন (২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯)। তিনবার জিতেছেন ইউএস ওপেন (২০১১, ২০১৫, ২০১৮)। ফরাসি ওপেন জিতলেন দুইবার, ২০১৬ সালের পর ২০২১ সালে।
রজারের ২০
রজার ফেডেরার ২০টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে সবচেয়ে বেশি আটবার জিতেছেন উইম্বলডন (২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯, ২০১২, ২০১৭), ৬ বার জিতেছেন অস্ট্রেলীয় ওপেন (২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭, ২০১৮)। ইউএস ওপেন জিতেছেন ৫ বার (২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮)। ফরাসি ওপেন জিতেছেন একবার, ২০০৯ সালে।
নাদালের ২০
রাফায়েল নাদাল ২০টি গ্র্যান্ড স্ল্যামের ১৩টিই জিতেছেন রোলাঁ গারোয়। নাদাল ফরাসি চ্যাম্পিয়ন হন ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে। ইউএস ওপেন জিতেছেন চারবার (২০১০, ২০১৩, ২০১৭, ২০১৯)। উইম্বলডন খেতাব জিতেছেন দুইবার, ২০০৮ ও ২০১০ সালে। ২০০৯ সালে একবারই অস্ট্রেলীয় ওপেনের সিঙ্গলস খেতাব জিতেছেন রাফা।
স্মরণীয় দ্বৈরথ
ফরাসি ওপেনে গত বছরের সেমিফাইনালের পর এবারও ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে জকোভিচের কাছে হারলেন সিতসিপাস। সর্বকনিষ্ঠ হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়তে না পারা সিতসিপাস ম্যাচের শেষে বলেন, জকোভিচের মতো গ্রেটের বিরুদ্ধে খেলে অনেক কিছু শিখেছি। জকোভিচ তাঁর কেরিয়ারে যা করেছেন তার অর্ধেক করতে পারলেই ধন্য হব। সিতসিপাসের প্রশংসা করেছেন জকোভিচও। সেমিফাইনালে চার সেটের লড়াইয়ে নাদালকে হারিয়েছিলেন ৪ ঘণ্টা ১১ মিনিটে। এদিন সেই একই সময়ে সিতসিপাসকে হারালেন পাঁচ সেটের লড়াইয়ে। জকোভিচ বলেন, গত ৪৮ ঘণ্টার মধ্যে ৯ ঘণ্টাই দুই গ্রেটের বিরুদ্ধে খেললাম। আমি বিশেষ করে ধন্যবাদ জানাব কোচ আর ফিজিওকে। আমাকে ফিট রাখতে তাঁদের অবদান অনস্বীকার্য। তবে ক্লান্তি কাটিয়ে তরতাজা হয়ে ফাইনালে নামতে পারব এই বিশ্বাস ছিল।