কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় (Alipur Zoo) বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। চিড়িয়াখানায় পশুদের (Animals) দেখভাল করার কাজ এদিন খতিয়ে দেখেন রাজ্যের নয়া বনমন্ত্রী। গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক চিড়িয়াখানায় পশুদের মধ্যেও করোনার (Corona) সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। এমনকী মারণ ভাইরাস ইতিমধ্যেই চিড়িয়াখানায় থাকা বেশ কয়েকটি পশুর প্রাণও কেড়েছে। এই পরিস্থিতিতে চিড়িয়াখানায় কীভাবে পশুদের যত্ন নেওয়া হচ্ছে তা এদিন খতিয়ে দেখেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চিড়িয়াখানার আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। করোনা মোকাবিলায় আরও কী কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়েও এদিন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যের নয়া বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আলিপুর চিড়িয়াখানা পরিদর্শনে রাজ্যের নতুন দায়িত্ব পাওয়া বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে চিড়িয়াখানার বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। আলিপুর চিড়িয়াখানায় কোথায় কী সমস্যা এখনও রয়ে গিয়েছে সবিস্তারে তার খোঁজ নিয়েছেন বনমন্ত্রী। গত কয়েক মাসে দেশের নানা প্রান্তে বেশ কয়েকটি চিড়িয়াখানাতেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। সপ্তাহখানেক তামিলনাড়ুর চেন্নাইতে একটি চিড়িয়াখানাতে করোনা আক্রান্ত হয়ে একটি সিংহের (Lion) মৃত্যু হয়েছে। ওই চিড়িয়াখানার আরও বেশ কয়েকটি সিংহের শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

পশুদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ গোটা দেশে। করোনার উপসর্গ থাকায় ইতিমধ্যেই একাধিক চিড়িয়াখানায় পশুদেরও কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। চিড়িয়াখানাগুলিতে যাতে পশুদের শারীরিক পরিস্থিতির দিকে সব সময় খেয়াল রাখা যায়, সেব্যাপারে জোরদার তৎপরতা নেওয়া হচ্ছে। নির্দিষ্ট দিন অন্তর দেশের বেশ কিছু চিড়িয়াখানায় পশুদের করোনা পরীক্ষা করা হচ্ছে। দেশের ছোট-বড় সব চিড়িয়াখানাতেই পশুদের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।

সোমবার আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলেন রাজ্যের নয়া বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আলিপুর চিড়িয়াখানায় পশুদের কীভাবে রাখা হচ্ছে , তাদের স্বাস্থ্য পরীক্ষা কতদিন অন্তর করা হচ্ছে, তা খতিয়ে দেখেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। করোনা পরিস্থিতিতে আলিপুর চিড়িয়াখানায় কীভাবে পশুদের যত্ন নেওয়া হচ্ছে তা এদিন খতিয়ে দেখেছেন বনমন্ত্রী। এদিন চিড়িয়াখানার আধিকারিকদের সঙ্গে চিড়িয়াখানার বেশ কিু এলাকা ঘুরে দেখেছেন বনমন্ত্রী। চিড়িয়াখানার আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেছেন তিনি। করোনা মোকাবিলায় আরও কী কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়েও এদিন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যের নয়া বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.