মুম্বই: সম্প্রতি ভাইরাল হল ৯ মিনিটের একটি ভিডিও। ভিডিও-টি পোস্ট করা হয়েছে অনুরাগ কাশ্যপ কন্যার ইউটিউব চ্যানেলে। ভিডিও পোস্ট করে আলিয়া ক্যাপশনে লেখা, ‘আমার বয়ফ্রেন্ড প্রথমবার ভারতে এল।’ ক্যাপশন থেকে স্পষ্ট যে ভিডিওটি তাঁর প্রেমিক শন গ্রেগরিকে ঘিরে। বর্তমানে সে ভারতে এসেছে। স্বপ্ন নগরী মুম্বইয়ে অনুরাগ কাশ্যপের বাড়িতেই রয়েছে শন। আর শন আসার পর তাঁর সঙ্গে ঘটে চলা নান কর্মকান্ডের ভিডিও করে তা পোস্ট করলেন কাশ্যপ কন্যা।
ভিডিওতে দেখা গিয়েছে ইন্ডিয়ান ফুড নিয়ে শনকে এক্সপেরিমেন্ট করতে। শন আসার পর আলিয়ার বাড়িতে তাঁকে খেতে দেওয়া হয় ভারতীয় খাবার। যাতে রয়েছে, ভাত, ডাল, সবজি ও পনিরের তরকারি। আপাত অর্থে সুস্বাদু খাবার খেয়ে একজন আমেরিকানের কী প্রতিক্রিয়া হতে পারে সেটাই দেখার।
এরপর শনকে দেখা যায় পাজেল গেমস খেলতে। এরপর ডিনারে ছোলে বাটুরে ও পরোটা খেতে দেখা যায় শনকে। মটন শিক কাবাব, চিকেন টিক্কাও খান শনও ট্রাই করেন শন। সব থেকে মজা হয় যখন শন পানি পুরি ও সিঙারা খেলেন।
পুরো ভিডিটি মজাদার ভাবে উপস্থাপনা করেছেন আলিয়া কাশ্যপ। মুম্বইয়ের পানি পুরি খেয়ে একজন বিদেশির কী প্রতিক্রিয়া হতে পারে তা এই ভিডিও না দেখলে বিশ্বাস হবে না। আর এই ভিডিওর কিছু অংশ শ্যুট করেছেন অনুরাগ কাশ্যপ নিজেই।
প্রসঙ্গত, কিছুদিন আগে ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে খবরে এসেছিলেন আলিয়া কাশ্যপ। ডেটিং অ্যাপ ‘ওকে কিউপিড’ নিয়ে খবরে এসেছিলেন। এই অ্যাপে তাঁর ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে পান। জানান, ‘অ্যাকাউন্টটি তাঁর নয়। তিনি জানেনও না এই অ্যাকাউন্টের বিষয়ে। তাঁর বন্ধুরা এটি তাঁকে সতর্ক করে। তখনই তিনি পদক্ষেপ নেন।’ আলিয়া পোস্টে জানিয়েছিলে, ‘সেই অ্যাকাউন্টে তাঁর ছবির সঙ্গে বায়ো-তে লেখা প্রখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা তিনি। তিনি নাকি গ্ল্যামার দুনিয়ার বাইরে মনের মানুষ খুঁজছেন।’ যা দেখে বেশ চটে গিয়েছিলেন আলিয়া কাশ্যপ। এক মুহূর্ত দেরি না করে পদক্ষেপ নেন আলিয়া।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.