নয়াদিল্লি: সরকারী অফিসের কাজ হোক কিংবা ব্যাঙ্ক সম্পর্কিত কাজ, জমি সম্পত্তির কাজ বা অন্য কোনও গুরুত্বপূর্ণ কাজ, বেশিরভাগ সরকারি কাজের জন্য আধার কার্ডের (Aadhaar Card) প্রয়োজন। আধার কার্ড বর্তমান সময়ে বাধ্যতামূলক হয়ে উঠেছে। অনেক সময় চাকরি বদলির কারণে বা অন্য কোনও কারণে আমাদের এক শহর থেকে অন্য শহরে বা এমনকি একই শহরে অন্য জায়গায় স্থানান্তর করতে হয়। এমন পরিস্থিতিতে আধার কার্ডেও আপডেট বেশ জরুরি।

আপনি যদি আধার কার্ডে নিজের ঠিকানা পরিবর্তন করতে চান তবে এর জন্য আপনাকে আধার কেন্দ্রে গিয়ে লাইন দেওয়ার দরকার নেই। নীচে দেওয়া পদ্ধতিটি দিয়ে আপনি ঘরে বসে আধার কার্ডে সহজেই নিজের ঠিকানা পরিবর্তন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে নিজের ঠিকানা পরিবর্তে করবেন –

১. প্রথমে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট, uidai.gov.in এ যেতে হবে।

২. এরপর হোম পেজে MY Aadhaar অপশনে যেতে হবে

৩. সেখানে Update Your Aadhaar অপশন দেখা যাবে। সেখানে Update Demographics Data Online এ ক্লিক করতে হবে।

৪. তারপর আপনার সামনে সেলফ সার্ভিস আপডেট পোর্টাল ssup.uidai.gov.in খুলে যাবে।

৫. তরপর Proceed to Update Aadhaar অপশনে ক্লিক করতে হবে।

৬. এরপরে Aadhaar Card Number ও ক্যাপচা কোড দেওয়ার জন্যে বলা হবে। ক্যাপচা কোড দিলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট বটনে ক্লিক করতে হবে।

৭. ওটিপি প্রবেশের পরে একটি নতুন পেজ আপনার সামনে খুলবে যেখানে দুটি অপশন আপনার সামনে ভেসে উঠবে। এখন আপনাকে Update Demographics Data তে ক্লিক করতে হবে।

৮. এরপরে Address অপশনে ক্লিক করতে হবে। তরপর বৈধ নথি স্ক্যান করে সাবমিট করতে হবে। তারপরে Proceed এ ক্লিক করতে হবে।

৯. এর পরে আপনি আপনার পুরানো ঠিকানা দেখতে পাবেন এবং আপনাকে নীচে কিছু ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে এবং বৈধ নথিও আপলোড করতে হবে। আপনি এটির Preview করেও দেখে নিতে পারেন।

ভালো করে যাচাই করে নিয়েই জমা দেবেন।এরপরে Update Request Number অর্থাৎ URN পাবেন।যার সাহায্যে আপনি ইউআইডিএআই ওয়েবসাইটে স্ট্যাটাসটি যাচাই করতে পারেন। এইভাবে আপনার আধার কার্ডে ঠিকানা আপডেট হয়ে যাবে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.