পোরবন্দরঃ শ্রীলঙ্কা সফরের জন্য সদ্য ঘোষিত ভারতীয় দলে নাম নেই তাঁর। তাঁর রাজ্য দলের সতীর্থ চেতন সাকারিয়া(Chetan Sakariya) ২০ সদস্যের ভারতীয় দলে জায়গা পেলেও, নেট বোলার হিসেবেও জায়গা পাননি তিনি। তাই এবার ২০১৯-২০২০ রঞ্জি মরসুমের সর্বোচ্চ উইকেটশিকারি এবং রঞ্জি জয়ী সৌরাষ্ট্র দলের অধিনায়ক জয়দেব উনাদকট(Jaydev Unadkat) একটি আবেগঘন পোস্ট করে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন।
দীর্ঘ সময় ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা সত্ত্বেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না উনাদকট। দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালে। ২০১৯-২০২০ মরসুমে সৌরাষ্ট্রের রঞ্জি জয়ের(Ranji Trophy) কান্ডারি তিনি। উনাদকট সেই মরসুমে ৬৭টি উইকেট নিয়ে নজর গড়েছিলেন। ফাইনালে বাংলাকে হারিয়ে প্রথমবারের জন্য রঞ্জি জিতে নিয়েছিল তাঁর দল। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দলের ইংল্যান্ড সফর তো নয়ই, শ্রীলঙ্কা সফরে ভারতের দ্বিতীয় সারির দলেও তিনি জায়গা পাননি। তাই এবার খেলার ওপর আরও গুরুত্ব আরোপ করতে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন তিনি। টুইটারে একটি আবেগঘন পোস্ট করে সেই কথা জানিয়েছেন উনাদকট নিজে।
দেশের জার্সি গায়ে ১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা উনাদকট(Jaydev Unadkat) টুইটারে লিখেছেন, ‘আমার ছেলেবেলায় ক্রিকেটের মহান ব্যক্তিত্বদের মাঠে নিজের সবটা দিয়ে খেলতে দেখেই এই খেলার প্রতি নিজের প্যাশনটা খুঁজে পেয়েছিলাম। আর এত বছর পর আমি নিজে সেটা অনুভব করতে পারছি। ওঁনাদের মধ্যে হার না মানা মনোভাব দেখে, সেটা নিজের মধ্যেও প্রতিপালন করেছি এবং সেটা আমার মধ্যে রয়েছে। যখন আমার বয়স কম ছিল তখন আমায় অনেকেই অভিজ্ঞতাহীন, লক্ষ্যভ্রষ্ট, ছোট শহরের বড় স্বপ্ন দেখা ছেলে বলত। কিন্তু ধীরে ধীরে তাঁদের সেই ধারণা বদলেছে। কারণ আমি বদলেছি, পরিণত হয়েছি। ওঠাপড়া, কান্না-হাসি! এই খেলা আমায় কত কিছু দিয়েছে। এই খেলা ছাড়া আমি কী করতাম? তবে এবার থেকে আর একবারের জন্যেও আমি কেন নয়? আমার সময় কখন আসবে? আমি কী ভুল করেছি? এসব নিয়ে ভাবব না। আমি অতীতে সুযোগ পেয়েছি, ভবিষ্যতেও পাব। যখন তা হওয়ার তখন ঠিক হবে’।
উনাদকট(Jaydev Unadkat) এরপর লেখেন তিনি শেষমুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন। তাঁর সংযোজন ‘কেরিয়ারের এই পর্যায় পর্যন্ত আমি যত অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই সবগুলো দিয়ে আমার কাছে যেই সুযোগ আসবে সেটার সন্মান করব এবং শেষমুহুর্ত পর্যন্ত লড়াই করে যাব। হয়তো মনে হবে আমি নরম মানুষ হয়ে গিয়েছি, কিন্তু মাঠে নেমেই আমার আগ্রাসনের পরিচয় আমি দেব’।
এরপর তাঁর পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে উনাদকট(Jaydev Unadkat) লেখেন, ‘আপনাদের শুভেচ্ছাবার্তা পেয়ে আমি আপ্লুত। তবে এখন সময় হয়ে গিয়েছে আমার খেলার ওপর আরও ফোকাস করার এবং আরও পরিশ্রম করার। তাই এবার সোশ্যাল মিডিয়া ডিটক্স মুড কার্যকর হয়ে গেল’।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.