আড়িপাতা হচ্ছে বিধায়কদের ফোনে
এদিকে রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট শিবিরের সঙ্গে সচিন অনুগামীদের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। এরইমধ্যে সচিন অনুগামী বলে পরিচিত দৌসা জেলার চাকসু বিধানসভা আসনের বিধায়ক বেদ প্রকাশ সোলাঙ্কির অভিযোগ করেছেন বিধায়কদের ফোনে আড়িপাতা হচ্ছে। ঘুরপথে ফাঁদে ফেলার চেষ্টা চলছে বিধায়কদের। পাইলট শিবিরের একাধিক বিধায়কদের অভিযোগ, মুখ্যমন্ত্রী গেহলট তাঁদের শিবির বদলের জন্য চাপ দিচ্ছেন।
কী অভিযোগ সচিনের ?
অন্যদিকে কংগ্রেস গত বছর অভিযোগ করে রাজস্থানের গেহলট সরকারকে ফেলে দেওয়ার জন্য সচিনকে টোপ দিচ্ছে বিজেপি। এমনকী সূত্রের খবর, কংগ্রেস ছাড়ার জন্য একপ্রকার তৈরিও হয়ে গিয়েছিলেন সচিন। বিবাদ মেটাতে সেই সময় সচিনকে রাহুল স্পষ্টতই জানান দ্রুত রাজস্থান প্রদেশ কংগ্রেসের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দেন কংগ্রেস হাইকমান্ড। কিন্তু সম্প্রতি প্রকাশ্যেই সচিন অভিযোগ করেন সেই কথা এখনও রাখা হয়নি কংগ্রেসের তরফে।
‘পাইলট সাহেবকে’ যোগ্য সম্মান দিচ্ছে না দল
আর এই অভিযোগের পর থেকেই বেঁকে বসেছেন তিনি। যার জেরে পাইলট শিবিরের বিধায়কদের অস্থিরতা বাড়ছে। তাঁদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যেই বলছেন, পাইলট সাহেবকে যোগ্য সম্মান দিচ্ছে না দল। দল দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত না নিলে গোটা পরিস্থিতিই হাতের বাইরে চলে যাবে বলে তাদের মত। এমতাবস্থায় রাজস্থান কংগ্রেসের অভ্যন্তরীন দ্বন্দ্ব বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
অভিমানী সচিনকে দলে রাখতে কী পদক্ষেপ কংগ্রেসের?
এদিকে পাইলট শিবিরের এই অস্থিরতা বেড়েছে আরেক তরুণ কংগ্রেস নেতা জিতিন প্রসাদের দলত্যাগের পর থেকেই। রাজধানীর রাজনীতিতে রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে নিয়ে চলছে জোর গুজব। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও জিতিন প্রসাদের মত গেরুয়া শিবিরের সদস্য হবেন পাইলটও, এমনটাই গুঞ্জন পদ্ম শিবিরের অন্দরে। এমনতাবস্থায় অভিমানী সচিনকে দলে রাখতে কংগ্রেস ঠিক কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।