উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের শুরুর পথে!
প্রসঙ্গত,সুস্পষ্ট নিম্নচাপের রেখা দেখা গিয়েছে, ওড়িশা ও বাংলার উপকূলে। এর আগেই জানা গিয়েছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দেখা গিয়েছে, যার ওপর ভর করে বাংলার বুকে আসার কথা ছিল বর্ষার। জানা গিয়েছে, উত্তর পশ্চিম দিকে এগিয়ে , ওড়িশা , ঝাড়খন্ড ও ছত্তিশগড়ের দিকে এগোবে এই নিম্নচাপ।
ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
আইএমডি জানিয়েছে, আগামী ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সহ ওড়িশা , পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের দিকে এগোতে থাকবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে।
বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?
জানা গিয়েছে বঙ্গোপসাগরেক বুকে উত্তরপশ্চিম দিক বরাবর যে নিম্নচাপ অবস্থান করছে, তার প্রভাবে রবিবার থেকে সোমবার টানা বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। রবিবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।
৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়!
জানা গিয়েছে, বাংলার উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, আইএমজি জানিয়েছে, রাজ্যে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এদিকে, এই ঘটনার জেরে সোমবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
কলকাতার আবহওয়া
কলকাতায় রবিবাসরীয় আবহাওয়া বলছে, তাপমাত্রা এদিন ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস , এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, সর্বাধিক ৯১ শতাংশ। কলকাতায় আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। তবে বিকেলের পর থেকে কলকাতায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহায়া সম্ভবত পরিবর্তিত হতে পারে ১৭ জুন থেকে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩২.৩
বালুরঘাট ২৯.৬
বাঁকুড়া ৩২.৮
ব্যারকপুর ৩৩.৬
বহরমপুর ৩৫.৪
দার্জিলিং ১৮.০
কালিম্পং ৩৩.২
কৃষ্ণনগর ৩১.০
শ্রীনিকেতন ৩২.৬
মালদা ৩২.২