বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিরাটদের আত্মবিশ্বাস জোগানো ক্রমবর্ধমান সাফল্যের খতিয়ান

একটা সময় ছিল, যখন ভারতীয় ক্রিকেট দলকে বলা হতে ঘরের মাঠে বাঘ। বিদেশের মাটিতে টেস্টে দাগ কাটার ক্ষেত্রে শুরু থেকেই কিছুটা হলেও উদাসীন ছিল টিম ইন্ডিয়া। সেই মিথকেই ভাঙার কাজ শুরু করেছিলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পরম্পরাকে বহন করে বর্তমানে ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন বিরাট কোহলি। গত পাঁচ বছরে বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার টেস্ট জয়ের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভাল সংকেত বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এ ব্যাপারে পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

বিরাটের নেতৃত্বে বেড়েছে টেস্ট জয়ের হার

২০১৪ সালে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকে ভারতের টেস্ট জয়ের হার বেড়েছে। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতের টেস্ট জয়ের হার ছিল ৪৫.৯১ শতাংশ। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ভারতের টেস্ট জয়ের হার বেড়ে হয়েছিল ৪৮.২১ শতাংশ। ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে টিম ইন্ডিয়ার টেস্ট জয়ের হার আরও খানিকটা বেড়ে ৫২.১৪ শতাংশ হয়েছিল বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা। বিরাটের নেতৃত্বে ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত ৬৪টি টেস্টের মধ্যে ৪০টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। লাল বলের ফর্ম্যাটে ম্যাচ জয়ের হার বেড়ে ৬২.৫ শতাংশ হয়েছে।

বিদেশের মাটিতে ভারতের পারফরম্যান্স

২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত বিদেশে ৩২টি টেস্ট খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ১৫টি ম্যাচ থেকে জয় হাসিল করেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। জয়ের হার ৪৬.৮৮ শতাংশ। যা ২০০০ থেকে ২০০৫ (৩৩.৬১ শতাংশ), ২০০৫ থেকে ২০১০ (৩৩.৩৩ শতাংশ) এবং ২০১০ থেকে ২০১৫ (৩৩.৩৩ শতাংশ) সময়ের থেকে অনেক বেশি। শেষ ৬ বছরে বিরাট কোহলির নেতৃত্বে জেতা টেস্টগুলির মধ্যে ৬টি জয় দক্ষিণ আফ্রিকার, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে হাসিল করেছে ভারত।

দেশের মাটিতে অপ্রতিরোধ্য ভারত

দেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে দুর্দান্ত জায়গায় অবস্থান করছে ভারত। ২০১৫ থেকে এখনও পর্যন্ত দেশের মাটিতে ৩২টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। ২৫টি ম্যাচে জয় হাসিল করেছেন বিরাট কোহলিরা। শেষ সাত বছরে ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট জয়ের হার ৭৮.১৩ শতাংশ।

ইংল্যান্ড সফরে ভারতের সামনে বড় পরীক্ষা

অস্ট্রেলিয়ায় সফল হওয়া টানা দুই বার সফল হওয়া এ প্রজন্মের টিম ইন্ডিয়া, ইংল্যান্ডের মাটিতে এখনও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। সাম্প্রতিককালে বিদেশে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট যুদ্ধে সেভাবে সফল হননি বিরাট কোহলিরা। ফলে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যে টিম ইন্ডিয়ার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

More WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
Some interesting test records of Team India before ICC World Championbship final
Story first published: Sunday, June 13, 2021, 14:24 [IST]