মুম্বই: সম্প্রতি জানা গিয়েছে পরিচালক অলৌকিক দেশাই (Alaukik Desai) পৌরাণিক কাহিনী ‘রামায়ণ’ (Ramayana) নিয়ে একটি ছবি বানাতে চলেছেন। সেই ছবিতে ‘সীতা’র চরিত্রে অভিনয় করার কথা কারিনা কাপুর খানের (Kareena Kapoor khan)। এই চরিত্রের জন্য করিনা হাঁকিয়েছেন ১২ কোটি টাকা। আর তারপরেই বেঁধেছে গণ্ডগোল।

সোশ্যাল মিডিয়ায় জুড়ে এখন ভাইরাল হয়েছে Boycott Kareena। দেবী সীতার চরিত্র অভিনয়ের জন্যে ১২ কোটি টাকা দাবি করার খবর শুনেই করিনাকে বয়কট করার ডাক তুলেছে নেটিজেনরা। একাধিক ব্যক্তি একাধিক সমালোচনার সুর তুলেছেন। কেউ বলছেন, করিনা এই চরিত্রের যোগ্য নয়। আবার দেবী সীতার চরিত্রে অভিনয়ের জন্যে পারিশ্রমিক হিসাবে ১২ কোটি নেওয়াটা ভালো চোখে দেখছেন না অনেকে। কিছু মানুষ আবার হুঁশিয়ারি দিয়েছেন, সইফ আলি খান (Saif Ali Khan) পত্নী করিনা কাপুর খানকে সীতার চরিত্রে মেনে নেবেন না তারা। কেউ বা বলেছে, তৈমুরের (Taimur Ali Khan Pataudi) মা হয়ে কারিনা কিভাবে দেবী সীতার চরিত্র অভিনয় করতে পারেন। কেউ বা লিখেছে, যে অভিনেত্রী হিন্দু দেব দেবীকে সম্মান করতে পারেনা, সে সীতার চরিত্রে অভিনয় করবেন কেমন করে। এরূপ একাধিক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে অভিনেত্রী করিনা কাপুর খানকে। টুইটার জুড়ে এখন রীতিমত ট্রেন্ডিং #বয়কটকরিনাখান।

এতদিন করিনা যেকোন চরিত্রের জন্যে ৫ থেকে ৬ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। কিন্তু সীতার চরিত্রের জন্যে এরম মোটা অঙ্কের টাকা হাঁকাই কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এটা অভিনেত্রীর অমানবিক আচরণ হিসাবে দেখছে অনেকে। তারা মনে করছেন হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছেন করিনা। যে শিল্পীরা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে, তাদের বয়কট করাই উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ।

গোটা নেট পাড়া বয়কট করিনা কাপুর খান দাবি তুললেও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি করিনা কাপুর। এমনকি এই ছবির পরিচালক অলৌকিক দেশাইও এখনও কোন মন্তব্য করেননি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.