বামফ্রন্ট না ভাঙলেও বিদ্রোহের আগুনে টিকবে কি সংযুক্ত মোর্চা, উঠছে প্রশ্ন

বিদ্রোহের আগুনে বামফ্রন্টে ভাঙন ধরতে বসেছিল। তা কোনওরকমে টিকে গেলেও সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল এবার। ফরওয়ার্ড ব্লককে বামফ্রন্টে ধরে রাখতে সক্ষম হলেও সংযুক্ত মোর্চা ও কংগ্রেস জোট থেকে বেরিয়ে আসা নিয়ে কী সিদ্ধান্ত নেবে বামফ্রন্ট! বিতর্ক ও সংকট কিন্তু রয়েই গেল।

অটুট রইল বামফ্রন্ট

ফরওয়ার্ড ব্লক বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে আসতে পারে, এমনই আশঙ্কা তৈরি হয়েছিল শনিবার। ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সেই ঘোষণা করতে পারেন বলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছিল। তবে বিদ্রোহের সেই আগুন নিভিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। অটুট রইল বামফ্রন্ট।

দুই ক্র্যাচ ছেড়ে দেওয়ার বার্তা

তবে বামপ্রন্ট অটুট থকালেও, সংযুক্ত মোর্চায় যে ফরওয়ার্ড ব্লক থাকবে না, তা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন নরেন চট্টোপাধ্যায়। বিমান বসুর কথায় তিনি বামফ্রন্টে থাকতে রাজি হলেও, সাফ জানিয়ে দিয়েছেন সংযুক্ত মোর্চায় থাকবেন না। তিনি সমস্ত বাম দলের কাছেই আর্জি জানিয়েছেন দুই ক্র্যাচ ছেড়ে দেওয়ার কথা।

মোর্চা বা জোটে নেই, বামফ্রন্টে আছি

ফরওয়ার্ড ব্লক দুই ক্র্যাচ বলতে বুঝিয়েছেন কংগ্রেস ও আইএসএফকে। অর্থাৎ তিনি বামফ্রন্টগতভাবে এগিয়ে যেতে চান। কংগ্রেসের সঙ্গে জোট বা আইএসএফকে সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চার পক্ষপাতী নন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমরা কোনও মোর্চা বা জোটে নেই। ফরওয়ার্ড ব্লক শুধু বামফ্রন্টে আছে।

সংযুক্ত মোর্চা ও জোট ছাড়ছে ফরওয়ার্ড ব্লক

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান, আইএসএফ বা অন্য কেউ এসে ছড়ি ঘোরাবে তা চলতে পারে না। মানুষ আমাদের প্রতি বিশ্বাস হারিয়েছে এইসব কারণেই। এই প্রশ্ন তুলে সংযুক্ত মোর্চা ও জোট ছাড়তে চায় ফরওয়ার্ড ব্লক। বিমান বসুকে সরাসরি প্রশ্ন করা হয়, বামফ্রন্ট রাখতে চান কি না?

বামফ্রন্টই আসল, বাকি সব জোট নকল

নরেনবাবুর কথায়, বিমান বসু জানিয়েছেন বামফ্রন্টই ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। তাই আমরা নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছিয। ফরওয়ার্ড ব্লকের সাফ কথা, কোনও মোর্চা বা জোট নয়। বামফ্রন্টই আসল। বাকি সব জোট নকল। বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। বামফ্রন্ট চেয়ারম্যান এই প্রস্তাবে সম্মত।

More LEFT FRONT News  

Read more about:
English summary
Left front is intact after rebel of Forward Bloc but they arises to leave Sanjukto Morcha.