মুম্বইঃ দক্ষিণী ছবির অনুকরণে বলিউডে ছবি তৈরির প্রথা নতুন নয়। দীর্ঘদিন ধরেই দক্ষিণের তামিল তেলেগু ভাষার জনপ্রিয় ছবি গুলি অবলম্বন করে ছবি বানানোর চল রয়েছে বলিউডে। কখনও দক্ষিণের ছবি পুরোটাই হুবহু টুকে দেন আবার কখনও দক্ষিণী ছবির কাহিনী অবলম্বনে ছবি করেন বলিউড পরিচালকরা। দক্ষিনের রিমেক করে বলিউডে প্রথম ছবি ১৯৬৭ সালের ‘রাম অউর শ্যাম’ (Ram Aur Shyam)। তাপি চাণক্য (Tapi Chanakya) পরিচালিত এই ছবিতে বলিউডের সেই সময়ের নামজাদা অভিনেতারা অভিনয় করেছিলেন। এই ছবিতে ছিলেন দিলীপ কুমার (Dilip Kumar), ওয়াহিদা রহমান (Waheeda Rehman), মুমতাজ (Mumtaz) প্রমুখরা। দেখে নিন বলিউডের আরও কিছু দক্ষিণী রিমেক ছবি।

১) গজনি (Ghajini) – ২০০৫ সালের তামিল ছবিটি ‘গজনি’র অনুকরণে তৈরি হয়েছে আমির খান (Aamir khan) অভিনীত হিন্দি ছবি ‘গজনি’। যা মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। দুটি ছবিরই পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক এ. আর. মুরুগাডস (A R Murugadoss)।

Top 5 Bollywood Remakes of South Indian Films

২) শুভ মঙ্গল সাবধান (Shubh Mangal Saavdhan) – আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana) এবং ভূমি পেডনেকর (Bhumi Pednekar) অভিনীত এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। ছবিটি তামিল ছবি ‘কল্যান শ্যামল সাধম’ (Kalyana Samayal Saadham) ছবির রিমেক। দুটি ছবি পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন (R. S. Prasanna)।

৩) দূর্গামতি (Durgamati) – ২০২০ সালে ভূমি পেডনেকর অভিনীত ছবি ‘দূর্গামতি’ দক্ষিণী ছবির রিমেক। তামিল এবং তেলেগু উভয় ভাষার ছবি ‘ভগমথি’র (Bhaagamathie) অনুকরণে তৈরি হয়েছে এই ছবি। দুই ছবির পরিচালক গি. অশোক (G. Ashok)।

৪) লক্ষ্মী (Laxmii) – অক্ষয় কুমার (Akshay Kumar), কিয়ারা আডভানি (Kiara Advani) অভিনীত ছবি ‘লক্ষ্মী’ তামিল ছবি ‘কাঞ্চনার’ (Kanchana) রিমেক। দুটি ছবি লিখেছেন এবং পরিচালনা করেছেন রাঘব লরেন্সে (Raghava Lawrence)। এই ছবির নাম আগে নির্ধারিত হয়েছিল ‘লক্ষ্মী ব্যোম’। কিন্তু ছবি মুক্তির ঠিক আগেই ছবির নাম পরিবর্তনের দাবি ওঠে। হিন্দু দেবী লক্ষ্মীকে অসম্মান করা হচ্ছে ওই নামে – এই অভিযোগে বাধ্য হয়ে নির্মাতারা ছবির নাম পরিবর্তন করে রেখেছেন ‘লক্ষ্মী’।

৫) ওকে জানু (Ok Jaanu) – মনি রত্নম (Mani Ratnam) পরিচালিত ছবি ‘ও কাধাল কানমানি’র (O Kadhal Kanmani) গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘ওকে জানু’। ২০১৭ সালে আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapur), শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) অভিনীত এই ছবি পরিচালনা করেছিলেন শাদ আলি (Shaad Ali Sehgal)।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.