উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৪ জুন সোমবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আর কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকাল পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ১৫ জুন সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.৩)
বালুরঘাট (২৯.৬)
বাঁকুড়া (৩২.৮)
ব্যারাকপুর (৩৩.৬)
বহরমপুর (৩৫.৪)
বর্ধমান (৩৪.৮)
ক্যানিং (৩২.৪)
কোচবিহার (৩০.৪)
দার্জিলিং (১৮)
দিঘা (৩৫.৬)
কলকাতা (৩৩.২)
মালদহ (৩২.২)
পানাগড় (৩৩.৪)
পুরুলিয়া (৩৩.৩)
শিলিগুড়ি (২৯)
শ্রীনিকেতন (৩২.৬)
দেশের আরও অংশে মৌসুমী বায়ু
আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যপ্রদেশের কিছু অংশ, ছত্তিশগড়ের পুরো অংশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশ, সমগ্র উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, উত্তর হরিয়ানার কিছু অংশ, চণ্ডীগড় এবং উত্তর পঞ্জাবের সমগ্র অংশে মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশের বাকি অংশ, পূর্ব উত্তর প্রদেশের বাকি অংশ, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশের বাকি অংশে, হরিয়ানা ও পঞ্জাবের বাকি অংশে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার সম্ভাবনা।