আবুধাবি: ফের পিএসএল-এ দুর্ঘটনা৷ আন্দ্রে রাসেলের পর চোট পেয়ে হাসপাতালে গেলেন ফ্যাফ ডু’প্লেসি৷ শুক্রবার মরু শহরে পাকিস্তান সুপার লিগের(PSL) ম্যাচে বাউন্সারে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন ক্যারিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল(Andre Russell)৷ চোট গুরুতর হওয়ায় পরবর্তীকালে হাসপাতালে ভর্তি করতে হয় এই পিঞ্চ হিটার ব্যাটসম্যানকে।

শনিবার ফের দুর্ঘটনা ঘটে পিএসএল-এর ম্যাচে৷ আবু ধাবিতে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং পেশোয়ার জালমির মধ্যে খেলা চলছিল। এই ম্যাচে ফিল্ডিং করার সময় মহম্মদ হাসনাইনের হাঁটু ডু’প্লেসির মাথায় লাগে। মাঠ থেকে সঙ্গে সঙ্গে বার করে ফ্যাফ ডু’প্লেসিকে আবু ধাবির হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

পেশোয়ার ব্যাট করার সময় সপ্তম ওভারে ঘটনাটি ঘটে। বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন ফ্যাফ ডুপ্লেসি। সেই সময় বল আটকাতে গিয়ে মহম্মদ হাসনাইনের হাঁটু ডুপ্লেসির মাথায় লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ডুপ্লেসি। তখন ক্রিজে ব্যাট করছিলেন তারই দেশের ডেভিড মিলার। ডু’প্লেসিকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তাঁর দিকে দৌড়ে যান আর প্রোটিয়া ক্রিকেটার ডেভিড মিলার।

তারপরই ফিল্ড আম্পায়াররা ডাক্তার ডাকেন এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে আবু ধাবির নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডু’প্লেসিকে। হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন প্রোটিয়া অধিনায়ককে৷ ডু’প্লেসি বেরিয়ে গেলে তাঁর পরিবর্তে সইম আয়ুবকে কনকাশন পরিবর্ত হিসেবে খেলোনো হয়।

শুক্রবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের(Islamabad United) বিরুদ্ধে ম্যাচ ছিল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৩ রান তুলেছিল গ্ল্যাডিয়েটর্স। কিন্তু এই ম্যাচেই রাসেলের মাথায় বাউন্সারে চোট পাওয়ার ঘটনাটি ঘটে ইনিংসের ১৪তম ওভারে। বিপক্ষের তরুণ মিডিয়াম পেসার মুসা খানকে(Musa Khan) টানা দু’টি ছক্কা হাঁকানোর পর লাফিয়ে ওঠা বাউন্সার থেকে নিজেকে সামলাতে পারেননি ক্যারিবিয়ান ক্রিকেটার। বল এসে তাঁর মাথায় লাগে।

প্রাথমিক চিকিৎসার পর ফের ব্যাটিং শুরু করেন রাসেল। কিন্তু তাঁর ইনিংস দীর্ঘায়িত হয়নি। পরের বলেই ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। ৬ বলে ১৩ রান করে ডাগ-আউটে ফেরেন রাসেল। পরে অসুস্থতা অনুভব করেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। কোনও ঝুঁকি না-নিয়ে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসলামাবাদ ইনিংসের শুরুতে স্ট্রেচারে মাঠ ছাড়েন রাসেল। কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নামেন ফাস্ট বোলার নাসিম শাহ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.