জিএসটি কাউন্সিলের বৈঠক নিয়ে অমিতের তোপের জবাব অনুরাগের, প্রসঙ্গ উঠল বাংলার মন্ত্রীর ভিডিও সংযোগের

জিএসটি কাউন্সিলের বৈঠক ঘিরেও ফের কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র এই কাউন্সিলের বৈঠক নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেন। তিনি সাফ জানান যে ,তাঁকে কার্যত বলতেই দেওয়া হয়নি বৈঠকে। এরপরই অমিত মিত্রকে তোপ দাগেন কেন্দ্রের অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।

অনুরাগের অভিযোগ ভিডিও সংযোগ নিয়ে

প্রসঙ্গত, অনুরাগ ঠাকুরের দাবি, অমিত মিত্র যা দাবি করছেন বৈঠক সম্পর্কে তা সঠিক নয়। অনুরাগ বলেছেন, এটা দুঃখজনক ঘটনা যে অমিত মিত্রের মতো বর্ষীয়ান নেতা এমন মন্তব্য করছেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে অমিত মিত্রের ভিডিও সংযোগ ঠিক ছিল না। আর সংযোগের সমস্যার কথা বর্ষীয়ান মন্ত্রীকে বারবার ভার্চুয়াল বৈঠকে জানান রাজস্ব সচিব। অনুরাগের দাবি,ভিডিও সংযোগের সমস্যার জন্য অমিত মিত্রের বক্তব্য কেউ শুনতে পাননি।

অমিত মিত্রের অভিযোগ

এদিকে , বাংলায় মমতা সরকারের মন্ত্রী অমিত মিত্র সাফ জানিয়েছেন যে, নির্মলা সীতারমন বৈঠকে যখন কাউন্সিলের সিদ্ধান্তের কথা জানান, তখন তার বারবার বিরোধিতা করেন অমিত মিত্র। তবে সেই বিরোধিতায় কার্যত কেউ আমল দেননি বলে অভিযোগ। অমিত মিত্রের বক্তব্য তাঁর বক্তব্য না শুনে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মন্ত্রীর বক্তব্য শোনা হয় , কাউন্সিলের বৈঠকে।

অনুরাগের পাল্টা দাবি

অমিত মিত্র যেখানে বলছেন যে, তাঁকে কার্যত বৈঠকে চুপ করিয়ে দেওয়া হয়, সেই অভিযোগের ভিত্তিতে অনুরাগ ঠাকুরের দাবি, নির্মলা সীতারমন জিএসটি কাউন্সিলের বৈঠকে কাউকেই চুপ করান না। কার্যত ধৈর্য সহকারে নির্মলা সব বক্তাকে পর্যাপ্ত সময় দেন, তাঁদের বক্তব্য পেশের জন্য। বৈঠক অনেকক্ষণ চললেও সকলকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কথা বলতে দেন।

অমিতের চিঠি সীতারমনকে

এদিক, নির্মলা সীতারমনকে চিঠি লিখেছেন অমিত মিত্র। অমিত মিত্রের চিঠিতে যে তথ্য উঠে এসেছে তাতে জানা গিয়েছে, জিএসটি কাউন্সিলের বৈঠকে নির্মলা সীতারমনের বক্তব্যের প্রেক্ষিতে তাঁর পর্যবেক্ষণ উঠে আসে। অমিত মিত্রের নাম করেই সেই পর্যবেক্ষণ পাঠ করেন নির্মলা। তখন অমিত মিত্রও নিজের বক্তব্য রাখতে যান। আর সেই সময় অমিত মিত্রকে বলতে দেওয়া হয়নি। এদিন চিঠিতে অমিত মিত্র জানিয়েছেন, সপ্তাহখানেক আগে গঠিত গ্রুপ অফ মিনিস্টারের প্যানেলে তাঁদের নাম নেই যাঁরা করোনা সরঞ্জামের উপর জিএসটি নিয়ে গলা ফাটিয়েছেন। এই ঘটনায় তিনি বিস্মিত।

More GST News  

Read more about:
English summary
Anurag Thakur Targets Amit Mitra over GST council meeting ,says Bengal minister had poor internet connectivity
Story first published: Sunday, June 13, 2021, 9:01 [IST]