দিলীপ ঘোষ পাগলের মতো কথা বলেন, নিশানা সৌগত রায়ের

রবিবার দক্ষিণ দমদম পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরে উপস্থিত হয় সাংসদ সৌগত রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বলেন, দিলীপ ঘোষ যা বলেন পাগলের মত কথা। দিলীপ ঘোষ বলেছিল স্ট্রেচারে করে সবাইকে বাড়ি পাঠিয়ে দেবে। তারপরে বলেছিল জেলে পাঠিয়ে দেবে, বউ বাচ্চার মুখ দেখতে পারবেনা। যেগুলো আগে বলেছিলেন সেগুলোর আগে জবাব দিক। দিলীপ ঘোষ এর মত মাথামোটা লোক কোন রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা উচিত নয়। আমরা তো জানি যদি কারো নেতৃত্বে থাকা একটি দল হেরে যায় তাহলে নিজে থেকে পদত্যাগ করা উচিত। দিলীপ ঘোষ হেরে গেল, দিব্যি চাপে চর্চা করে যাচ্ছে। একবারও লজ্জা হয়নি বলতে ৭৭ এ ঠেকে গেছি।

দলত্যাগী দুরকমের নরমপন্থী আর চরমপন্থী কাদের ফেরানো হবে সিদ্ধান্ত নেবে দলনেত্রী, মন্তব্য সৌগতর

দিলীপ ঘোষ রাজনীতি বোঝেনা। কঠোর আরএসএসের লাঠি খেলা, ছোড়া খেলা এইগুলো বোঝে। দিলীপ ঘোষের রাজনৈতিক বক্তব্য নিয়ে কিছু না বলা ভালো।

সৌগত রায় দলত্যাগী দের দলে প্রত্যাবর্তন নিয়ে বলেন, আমি বলেছিলাম দু'রকম দলত্যাগী আছে নরমপন্থী এবং চরমপন্থী। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ সিদ্ধান্ত নেবেন।এখনো সিদ্ধান্ত হয়নি যে আসবে তাকেই আমরা নিয়ে নেব।

রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, নাম করে কারোর কথা বলবেন না। আমার একটা আপত্তি আছে। আমার পাশে বসে আছেন ব্রাত্য বসু। তিনি বিপুল ভোটে জিতেছেন। যেখানে ব্রাত্য বসুর মত লোকেরা আছে, সেখানে হেরে যাওয়া লোকের ব্যাপারে কি আলোচনা করব। জনগণ যাদের গ্রহণ করেনি সেখানে তাদের মতামতের কি মূল্য আছে।

More SOUGATA ROY News  

Read more about:
English summary
Sougata Roy targets Dilip Ghosh for his comments