মুম্বই: মায়া বড় কঠিন জিনিস যা কাঁচি বা হিরে কোনওটাতেই কাটে না। যার সঙ্গে নিত্যদিন কাটত, যার ভালোবাসায় সমৃদ্ধ হয়ে ওঠা, সে-ই যদি হঠাৎ একদিন কাউকে কিছু না বলে চিরতরে বিদায় নিয়ে নেয়? সেক্ষেত্রে, চারপাশের মানুষ থেকে শুরু করে তার পোষ্যর কী অবস্থা হল, তা দেখলে চোখের জল ধরে রাখা মুশকিল হয়ে পড়ে।
গতবছর সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এর মৃত্যুর পর তাঁর চারপেয়ে পোষ্য কুকুর ‘ফাজ'(Fudge) এর নানান হৃদয়বিদারক ছবি এবং ভিডিও দেখিয়ে চোখের জল এসেছিল সুশান্ত অনুরাগী তথা পোষ্য প্রেমীদের।
বাড়িতে তখন প্রচুর মানুষের আনাগোনা পুলিশ, ডাক্তার ফরেনসিক দল, সুশান্তের পরিবার-পরিজন, বন্ধু, সহ অভিনেতা অভিনেত্রী, সহকর্মী সুশান্তের অফিসের কর্মীদের ভিড়ের মধ্যেও ফাজ শুধুমাত্র খুঁজে বেড়িয়েছে একজন মানুষকেই।
এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে যাঁকে ফাজ খুঁজে বেড়িয়েছে তাঁর নাম সুশান্ত সিং রাজপুত। ভিড়ের মধ্যেও একা শুধু মানুষ হয় না। ছলছল চোখে বাড়িতে তন্ন তন্ন করে এসে একবার দেখতে চেয়েছিল সুশান্ত কেমন রয়েছে কোথায় রয়েছে।
বারংবার সুশান্তের ঘরে গিয়ে প্রায় চিরুনি তল্লাশি চালিয়েছে ‘ফাজ’। কিন্তু, দেখা মেলেনি তার। তাই সুশান্তের ফোটোর দিকেই চোখ ভরা জল নিয়ে তাকিয়ে ছিল সে।
সুশান্তের বান্দ্রার (Bandra) বাড়িতে ফাজ যখন তার মালিকের ছবি ফোনেতে বারবার দেখতে চেয়েছে সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সুশান্ত অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন সুশান্ত পরবর্তী পৃথিবীতে ফাজ কীভাবে বাঁচবে। কার সঙ্গে থাকবে। নিঃসঙ্গ হয়ে যাবে না তো ফাজ। এমন নানা প্রশ্নের ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু, তারপরে যখন সুশান্তের দিদি শ্বেতা তিওয়ারি (Sweta Tiwari) ফাজের একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা গিয়েছে তাঁদের বাবাকে কে কে সিংয়ের (K K Singh) সঙ্গে ফাজ সময় কাটাচ্ছে তখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলে সুশান্ত অনুরাগী তথা পোষ্য প্রেমীরা।
এমনকী আরও একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছিল, ফাজের সঙ্গে সুশান্তের দারুন মজার এক নাচের ঝলক। ‘সোনা কিতনা সোনা হে’ (Sona Kitna Sona Hai) এই গানের তালে তালে ‘ফাজে’র সঙ্গে তাল মেলাচ্ছেন সুশান্ত।
আজ প্রয়াত অভিনেতার মৃত্যুদিনে শুধুই কি সুশান্তের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং অনুরাগীরাই তাকে মিস করবেন নাকি চোখের কোণে অল্প একটু জল চিকচিক করে উঠবে ফাজেরও!! আজকের দিনেই তো সে হারিয়েছিল তার প্রিয় বন্ধুকে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.