বার্মিংহাম টেস্টে বিধ্বংসী বোল্ট-হেনরি, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় নিউজিল্যান্ডের

বার্মিংহামে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল নিউজিল্যান্ড। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ছ'টি করে উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

দাপুটে জয়

ইংল্যান্ডের ৩০৩ রানের জবাবে গতকাল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৮ রানে। এই প্রথম টেস্টে ২, ৩ ও ৪ নম্বর ব্যাটসম্যান আশির ঘরে রান করলেন। কোনও ইনিংসে এমন ঘটনা হল এই নিয়ে ছয়বার। ডেভন কনওয়ের ৮০, উইল ইয়ংয়ের ৮২ রানের পর রস টেলরও আউট হন ৮০ রান করে। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। তৃতীয় দিনের শেষে স্কোর ছিল ৯ উইকেটে ১২২। আজ দিনের প্রথম বলেই অলি স্টোনকে আউট করে দেন বোল্ট। আইপিএলের পর এই প্রথম টেস্ট খেলতে নেমেই প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দুটি উইকেট পেলেন বোল্ট। ম্যাট হেনরি দুই ইনিংসেই নেন তিনটি করে উইকেট। জয়ের জন্য প্রয়োজনীয় ৩৮ রানের লক্ষ্যমাত্রায় নিউজিল্যান্ড পৌঁছে যায় ২ উইকেট হারিয়েই।

পরিসংখ্যানে সিরিজ

সাত বছর পর এবং জো রুটের অধিনায়কত্বে এই প্রথম দেশের মাটিতে টেস্ট সিরিজ হারল ইংল্যান্ড। ভারত সফরের পর টানা দ্বিতীয় টেস্টে পরাজয়। ২০১৫ সালের পর থেকে সাতটি টেস্টে কিউয়িদের হারাতে পারেনি ইংল্যান্ড। ১৯৯৯ সালের পর এই প্রথম ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড। ম্যাচের সেরা ম্যাট হেনরি। ররি বার্নসের সঙ্গে যুগ্মভাবে সিরিজ সেরা হয়েছেন এই সিরিজেই অভিষেক হওয়া নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে। প্রথম টেস্টে দ্বিশতরান করেছিলেন। দুই টেস্টে তাঁর ব্যাটিং গড় ৭৬.৫০।

নায়ক কনওয়ে

অভিষেক সিরিজেই সেরার পুরস্কার পেয়ে খুশি কনওয়ে বলেছেন, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের চ্য়ালেঞ্জ সামলাতে গিয়ে টম লাথামের থেকে অনেক কিছু শিখেছি। লাথামের সঙ্গে ব্যাটিং করা এক দারুণ অভিজ্ঞতা। এই দুই টেস্ট থেকে যা শিখলাম তা কাজে লাগাব। ভারতের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রসঙ্গে কনওয়ে বলেন, আমাদের প্রস্তুতিও খুবই ভালো হয়েছে। এখানকার পিচ, স্যুইংয়ের সঙ্গে মানিয়ে নিয়েছি। ফাইনাল খেলতে পারার সুযোগ পাচ্ছি, এ জন্য আমরা সকলেই উত্তেজিত।

উচ্ছ্বসিত লাথাম

চোটের জন্য কেন উইলিয়ামসন এজবাস্টনে ছিলেন না। লর্ডসে বৃষ্টিবিঘ্নিত টেস্টেও প্রথম ইনিংসে লিড ছিল নিউজিল্যান্ডের। কাইল জেমিসন, টিম সাউদি-সহ লর্ডস টেস্টের ছয়জন দ্বিতীয় টেস্টে খেলেননি। তাতেও আট উইকেটে দাপুটে জয় পেতে চতুর্থ দিনের প্রথম সেশনও পুরো লাগল না। এদিন অপরাজিত ২৩ রান করার ফাঁকে টেস্টে চার হাজার পূর্ণ করলেন অধিনায়কত্বের দায়িত্বে থাকা টম লাথাম। স্বাভাবিকভাবেই দলের গভীরতা এবং প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ায় খুশি তিনি। ভারতের বিরুদ্ধে ফাইনাল নিয়ে তিনি বলেন, চার দিনে টেস্ট জেতায় এক দিনের বিশ্রাম পেয়ে ভালোই হল। সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে ১৯৯৯ সালের পর ইংল্যান্ডে সিরিজ জেতায় আজ রাতে সেলিব্রেশন হবে। তারপর ফাইনালে মনোনিবেশ করব সকলে।

More ICC WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
New Zealand Beat England By 8 Wickets In Birmingham And Win The Two Test Series Ahead Of ICC WTC Final. Trent Boult And Matt Claimed Six Wickets Each In This Match.