৭১ দিনে সর্বনিম্ন করোনার দৈনিক গ্রাফ, ৮০ হাজার ৮৩৪ জন আক্রান্ত শেষ ২৪ ঘণ্টায়

করোনার জেরে গত দেড় মাসে দৈনিক আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা ৪ লাখের গণ্ডি পর্যন্ত চলে যায়। পরবর্তীকালে গত কয়েকদিনে সেই সংখ্যা নামতে শুরু করে। এমন পরিস্থিতিতে গত ৭১ দিনের নিরিখে এদিন সবচেয়ে নিচে নেমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনাজয়ীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ১,৩২,০৬২ জন।

করোনার জেরে শনিবারের যে পরিসংখ্যান পাওয়া যায়, তাতে দেখা গিয়েছে যে গত ৭০ দিনে করোনার জেরে সর্বনিম্ন ছিল দৈনিক গ্রাফ। এরপর এদিনের রিপোর্টে স্বাস্থ্য মন্ত্রক করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় ৮০ হাজার, ৮৩৪ জনের আক্রান্ত হওয়ার তথ্য পেশ করেছে। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে, ৩৩০৩ জন আক্রান্ত হয়ে মারা যান। ফলে করোনায় মৃতের সংখ্যা ফের একবার উদ্বেগে রাখতে শুরু করেছে দেশকে। এককালে করোনার দ্বিতীয় স্রোতের জেরে যেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা কয়েক সপ্তাহ আগে পর্যন্তও ছিল ৪০ লাখের ঘরে, সেখানে এদিন করোনায় অ্যাক্টিভ কেস ১০,২৬,১৫৯ এর ঘরে পৌঁছায়।

স্বাস্থ্যমন্ত্রকের এদিনের রিপোর্ট বলছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা, ২,৯৪,৩৯,৯৮৯ জন। করোনার জেরে ৩৩০৩ জনের মৃত্যু হয়েছে। করোনা জয় করে মোট ঘরে ফিরেছেন ২,৮০,৪৩,৪৪৬ জন। করোনার জেরে আপাতত মৃতের সংখ্যা দেশে মোট ৩ লাখ, ৭০ হাজার, ৩৮৪ জন। প্রসঙ্গত, মৃতের সংখ্যার অঙ্ক নিয়ে গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে বহু ধরনের বিতর্ক দানা বাঁধে। কখনও বিহারে মৃতের সংখ্য়া তো কখনও মধ্যপ্রদেশে মৃতের সংখ্যার গড়মিল। সব মিলিয়ে রীতিমতো সমস্যা দেখা দেয় করোনার মৃত্যুর জেরে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
india's corona tally on 13 June says , daily case came 80 thousand