জয় দিয়েই ইউরো কাপ অভিযান শুরু করল সাউথগেটের ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার সঙ্গে তুল্যমূল্য লড়াই রাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে জিতল সাউথগেটের দল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৭ মিনিটে জয়সূচক গোলটি করেন স্টার্লিং। এই প্রথমবার ইউরোর প্রথম ম্যাচেই জয় পেল ইংল্যান্ড।
🏴 Raheem Sterling has been directly involved in 19 goals in his last 17 games for England (13 goals, 6 assists) 🔥🔥🔥#EURO2020 pic.twitter.com/muNEvOJh2Z
— UEFA EURO 2020 (@EURO2020) June 13, 2021