আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে ধাক্কা খেল বিরাট কোহলির ভারত। না, চোট বা অন্য কোনও সমস্যা নয়। তবে ফাইনালে বিরাটরা বিশ্বের এক নম্বর টেস্ট দল হিসেবে নামতে পারবেন না।
১৯৯৯ সালের ইংল্যান্ডের মাটিতে দাপটের সঙ্গে টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। লর্ডসে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টে ডেভন কনওয়ের দ্বিশতরান কিংবা টিম সাউদি, কাইল জেমিসনদের অনবদ্য বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসে লিড পেয়েছিল কেন উইলিয়ামসনদের। টেস্টটি অবশ্য ড্র হয়।
এজবাস্টনে লর্ডসের দলের ছয়জন ক্রিকেটার প্রথম একাদশে ছিলেন না। তা সত্ত্বেও টম লাথামের নেতৃত্বে এই টেস্ট নিউজিল্যান্ড জিতে নিল চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই। সাত বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারল ইংল্যান্ড। জো রুটের নেতৃত্বে এই প্রথম।
এই সিরিজ জয়ের সুবাদে আইসিসি টেস্ট ব্যৃাঙ্কিংয়ে ভারতকে সরিয়ে ফের শীর্ষস্থান দখল করল নিউজিল্যান্ড।২১ ম্যাচে ২৫৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১২৩। ২৪ টেস্টে ২৯১৪ পয়েন্ট নিয়ে বিরাটে দলের রেটিং পয়েন্ট ১২১। বিরাট কোহলিদের তাই ফাইনালে নামতে হবে দ্বিতীয় দল হিসেবেই। রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারার মতো ভারতীয় দলের তারকারাও মনে করছেন, নিউজিল্যান্ড ফাইনালের আগে দুটি টেস্ট খেলার সুফল পাবে। সেই নিরিখে সিরিজ জয় নিঃসন্দেহে নিউজিল্যান্ড দলের গভীরতা যেমন চোখে আঙুল দিয়ে দেখাল তেমনই উইলিয়ামসনদের আত্মবিশ্বাসও বাড়াল।