করোনা প্রাণ কাড়ল মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌরের

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌরের। তিনি ভারতীয় মহিলা ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। মিলখা সিং ছাড়াও তিনি রেখে গেলেন পুত্র তথা বিশিষ্ট গল্ফার জীভ মিলখা সিং ও তিন কন্যাকে।

গত মাসেই করোনা আক্রান্ত হয়ে মিলখা সিং হাসপাতালে ভর্তির কয়েক দিন পরেই মোহালির হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মল কৌরকে। কোভিড উপসর্গ নিয়ে ভর্তি হন, জানা যায় তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। মিলখা সিং হাসপাতাল থেকে ছাড়া পেলেও নির্মল কৌরের অবস্থার অবনতি হতে থাকে। আজ বিকেল চারটে নাগাদ তিনি প্রয়াত হন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Legendary Sprinter Milkha Singh's wife Nirmal Dies Due To COVID-19 Complications. Former India Volleyball Captain Died In Mohali Hospital At The Age Of 85.
Story first published: Sunday, June 13, 2021, 23:17 [IST]