আক্রান্তের সংখ্যা কমলেও কোভিডে মৃত্যু বাড়ল কয়েক গুণ, ফের উদ্বেগ বাড়াচ্ছে এই রাজ্য

গত মাসের শেষার্ধ থেকেই গোটা দেশে ধীরে ধীরে নামে শুরু করে করোনা গ্রাফ। বর্তমানে ভারতে দৈনিক গড়ে ৮০ হাজারের কাছাকাছি করোনা সংক্রমণ দেখা যাচ্ছে। যা মাস খানেক আগেও ৩ লক্ষের উপরে ছিল। এদিকে যে হারে দৈনিক আক্রান্তের সংখ্যা কমছে সেই হার মৃত্যুহার কমছে না বলেই দেখা যাচ্ছে। কার্যত একই চিত্র মহারাষ্ট্রে।

মহারাষ্ট্রের বর্তমান মৃত্যুহারেও বাড়ছে উদ্বেগ। এদিকে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনার কবলে পড়েছেন সাড়ে দশ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ২ হাজারের কাছাকাছি মানুষ। এমনকী জুনের ১ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত উদ্ধবের রাজ্যে করোনায় মৃত্যুহার দাঁড়িয়েছে ২.৪১ শতাংশ। এদিকে মে মাসের একই সময়ে এই রাজ্যে মৃত্যুহার ছিল ১.৪৫ শতাংশ। এপ্রিলে তা ছিল ০.৫ শতাংশ।

এদিক এবার জুনের ১ থেকে ১১ তারিখের মধ্যে আক্রান্তের সংখ্যা এপ্রিলের তুলনায় ৭৬ শতাংশ কমেছে মহারাষ্ট্রে। তবে মৃত্যু বেড়েছে ১১ শতাংশ। সেখানে মে থেকে জুনে আক্রান্তের সংখ্যা কমেছে ৭৫ শতাংশ। কিন্তু মৃত্যু বেড়ে গিয়েছে ৬৩ শতাংশ। তবে আর আগে মুম্বই, পুণে, নাগপুরের মতো বড় শহরগুলি সর্বাধিক উদ্বেগ বাড়ালেও বর্তমানে বেশিরভাগ মৃত্যুর খবর আসছে ছোট শহর ও জেলাগুলি থেকেই।

সাতারা, কোলহাপুর এবং রত্নগিরির মতো জেলা থেকে এখন মুম্বইয়ের থেকে বেশি মৃত্যুর খবর আসছে। তবে এই জেলাগুলিতে আক্রান্তের সংখ্যায় খানিক ভাটা দেখা গেলেও মৃত্যুহার হু হু করে বাড়তে থাকাতেই উদ্বিগ্ন স্বাস্থ্য আধিকারিকেরা। তবে আক্রান্তের গ্রাফ দেখে বিশেষজ্ঞদের ধারণা ঠিক যে ভাবে ওই খাতে পারাপতন দেখতে পাওয়া গিয়েছিল, মৃত্যুর ক্ষেত্রেও সেই একই রূপরেখা দেখতে পাওয়ার আশা করা যেতে পারে। তাতে দ্রুতই কমবে মৃত্যুর পরিমাণ। তবে এই ক্ষেত্রে আগামী দুই সপ্তাহ যে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ তা মানছেন সকলেই।

বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির স্পেশ্যাল ইনিংস শুরুর পথে, জেলায় জেলায় প্রবল বর্ষণ নিয়ে আবহাওয়ার রিপোর্ট কী বলছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির স্পেশ্যাল ইনিংস শুরুর পথে, জেলায় জেলায় প্রবল বর্ষণ নিয়ে আবহাওয়ার রিপোর্ট কী বলছে

More MAHARASHTRA News  

Read more about:
English summary
Although the number of corona cases has decreased, the death toll in Maharashtra has increased significantly