রবিবারের বারবেলায় তৃণমূলের অন্দরে শোকের ছায়া। বার্ধক্যজনিত কারণে চলে গেলেন গেলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ মারা যান তিনি। এদিকে দীর্ঘদিন থেকে অসুস্থ থাকায় নাকতলার বাড়িতেইতাঁর চিকিৎসা চলছিল শিবানী দেবীর। বর্তমানে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঘাসফুল শিবিরে।
খবর পেয়েই ৫টা নাগাদ পার্থবাবুর নাকতলার বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থবাবু ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এরপরই সেখানে পৌঁছন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অন্যদিকে নেতার মাতৃবিয়োগের খবর পাওয়ার পরেই তাঁর অনুগামীরাও চলে আসেন মন্ত্রীর নাকতলার বাড়িতে।
পার্থর বিধানসভা আসন বেহালা পশ্চিম থেকেও অনেক তৃণমূল কর্মীরা চলে আসেন। এদিকে বহু তৃণমূল কর্মী পার্থর বাড়িতে এলেও করোনা পরিস্থিতি মেনে যাতে ভিড় না হয় সে দিকে নজর রাখা হয়েছে। কড়া নিরাপত্তায় এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে নাকতলায় পার্থবাবুর বাসভবন 'বিজয়কেতন’ চত্বর। পরিবার সূত্রে খবর, সন্ধ্যা ৭টা নাগাদ ক্যাওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিবানীদেবীর। সূত্রের খবর, শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।