Euro Cup 2020: মাঠেই লুটিয়ে পড়লেন এরিকসেন, স্থগিত ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ

ইউরো কাপে বিপত্তি। ফুটবল বিশ্বকে উদ্বেগে রেখে কোপেনহেগেনে গ্রুপ বি-র ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ স্থগিত করে দিল উয়েফা। প্রথমার্ধের ৪৩ মিনিটেই ঘটে দুর্ঘটনা। হঠাৎই সাইডলাইনের ধারে মাটিতে লুটিয়ে পড়েন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন।

ডেনমার্ক দলের নির্ভরযোগ্য এই মিডফিল্ডার দেশের হয়ে ১০৮টি ম্যাচ খেলেছেন। ৩৬টি গোল রয়েছে। এদিনের ম্যাচেও গোলের সুযোগ তৈরি করতে তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন। বিপজ্জনক এই মিডফিল্ডারকে রুখতে ভালোই প্রয়াস করতে হচ্ছিল ফিনল্যান্ডের ফুটবলারদের। ৪৩ মিনিটে থ্রো ইন রিসিভ করতে তিনি সাইডলাইনের কাছে যান। বুক দিয়ে থ্রো-টি রিসিভ করার সময়ই আচমকাই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উদ্বিগ্ন হয়ে ছুটে যান সতীর্থরা। উদ্বেগের ছবি ধরা পড়ে বিপক্ষ শিবিরের ফুটবলারদের মধ্যেই। মেডিক্যাল এমারজেন্সিতে খেলায় বিরতি হতেই ছুটে যান চিকিৎসকরা। সতীর্থরা আড়াল করে রেখেছিলেন এরিকসেনকে।

এরপরই দেখা যায় মাঠে উপস্থিত চিকিৎসকেরা সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের আশ্রয় নিয়েছেন। অর্থাৎ বুকে পাম্প দিয়ে হৃদযন্ত্র সচল রাখার চেষ্টা করা হয় এই পদ্ধতিতে। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, ২৯ বছরের এই ফুটবলারের অবস্থা স্থিতিশীল। তবে বিষয়টি খুবই সিরিয়াস হওয়ায় ম্যাচ স্থগিত করে দেয় উয়েফা। খেলার ফল ছিল গোলশূন্য।

Following the medical emergency involving Denmark's player Christian Eriksen, a crisis meeting has taken place with both teams and match officials and further information will be communicated at 19:45 CET.

The player has been transferred to the hospital and has been stabilised.

— UEFA EURO 2020 (@EURO2020) June 12, 2021

২০১০ সালে ডেনমার্ক দলে অভিষেক হয় এরিকসেনের। ওই বছরের বিশ্বকাপে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ ফুটবলার। ২০১৮ সালের বিশ্বকাপে ডেনমার্ক যোগ্যতা অর্জন করেছিল, তাতে এরিকসেন বড় ভূমিকা নিয়েছিলেন। রাশিয়া বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে টাইব্রেকারে হারে ডেনমার্ক। এরিকসেন রেকর্ড পাঁচবার ডেনমার্কের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। সাত বছর টটেনহাম হটস্পারে খেলার পর গত বছর যোগ দেন ইন্টার মিলানে। ২০১০ থেকে ২০১৩ সাল অবধি খেলেছেন আয়াক্সে। টটেনহামে ৫১টি গোল রয়েছেন তাঁর। ইন্টার মিলানে চারটি গোল করেছেন। ইউরোতেও তিনিই ডেনমার্কের বড় ভরসা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছে ফুটবল-বিশ্ব।

ছবি- টুইটার

More EURO CUP News  

Read more about:
English summary
Euro 2020 Match Between Denmark And Finland Postponed. UEFA Announces The Decision Right After Christian Ericksen Collapsed On The Field.