প্যারিস: রোলাঁ গারো আর রাফায়েল নাদাল যেন সমার্থক৷ তবুও হার মানতে হল লাল সুড়কির সম্রাটকে৷ বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের কাছে সেমিফাইনালে আত্মসমপর্ণ করলেন রাফা৷ মহাকাব্যিক ম্যাচে নাদালকে হারিয়ে নতুন নজির গড়লেন জকোভিচ। ফরাসি ওপেনের প্রথম খেলোয়াড় হিসেবে রাফা’কে দু’বার হারানোর কৃতিত্ব শুধু জোকারের।
ফরাসি ওপেনের সেমিফাইনাল রাফা-জোকার দ্বৈরথে চোখে রেখেছিলেন ভারতীয় ক্রিকেটাররা৷ রোলাঁ গারোয় নাদালের হারে কষ্ট পেলেও জকোভিচকে কুর্নিশ জানাতে ভোলেননি তাঁরা৷ ১৬ বছরের ফরাসি ওপেনের ইতিহাসে এটি মাত্র তৃতীয় হার রাফা’র৷ যার মধ্যে দু’বারই হারলেন সার্বিয়ান তারকার কাছে৷ রাফাকে একবার হারিয়েছেন রবিন সোডারলিং। ২০০৯ সালে রোলাঁ গারোয় নাদালকে হারিয়ে চমকে দিয়েছিলেন সোডারলিং। তবে ফাইনালে হেরেছিলেন রজার ফেডেরারের কাছে। ওই একবারই ফরাসি ওপেন খেতাব জিতেছেন রজার। আর জোকার এবারের আগে ২০১৫ ফরাসি ওপেন নাদালকে কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হারিয়েছিলেন জকোভিচ।
লাল সুড়কিতে জোকারের রাফা বধের পর টিম ইন্ডিয়ার অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টুইটারে লেখেন, “This is not just tennis! This is bench marking of the highest order. #NovakvsNadal #RolandGarros.” ভারতীয় দলে আর এক অফ-স্পিনার ওয়াশিংটন সুন্দর লেখেন, ‘Nadal losing the semifinal at Roland Garros after being one set UP. Bizarre Times! Inhuman effort for every single point though #NadalDjokovic.
রাফা-জোকারের লড়াইয়ে উত্তেজনার চোরাস্রোত বইয়ে ছিল তৃতীয় সেটে। ৯২ মিনিট ধরা চলা তৃতীয় সেট টাইব্রেকারে হেরে নাদাল(Rafael Nadal) ১-২ সেটে পিছিয়ে। কিন্তু তখন ঘড়ির কাঁটা ১১টা পেরিয়ে যাওয়ায় স্টেডিয়াম ছাড়তে অনুরোধ করা হয় অনুরাগীদের। কিন্তু রোলাঁ গারোয় ওপেনে এরা’য় সেরা দুই খেলোয়াড়ের সর্বোত্তম গ্র্যান্ড স্ল্যাম লড়াই পুরো দেখবেন বলে সরকারের কোভিড-বিধি(Covid Protocol) অগ্রাহ্য করেন অনুরাগীরা। শেষ পর্যন্ত প্রিয় নাদালের জয় দেখতে পাননি সমর্থকরা৷৷
আর রাফা দ্বিতীয়বার জকোভিচের কাছে হেরে হতাশ না-হয়ে জকোভিচের লড়াইকে কুর্নিশ জানান। একই সঙ্গে জানিয়ে দেন পরের মরশুমে আবারও ফিরবেন । একজন সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে আরও বেশি পরিশ্রম করে৷ ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে নাদাল জানান, ‘আমি দুঃখিত, আমি বছরের সব থেকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটা হেরেছি। কৃতিত্ব দিতে হলে তাঁকে দিন। সম্ভবত আজকের দিনটা আমার সেরা দিন ছিল না৷ আমার জয় পাওয়াটা চিরন্তন নয়। আমাদের খেলায় আপনাকে হার ও জয় দু’টোই স্বীকার করতে হবে।’
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.