ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না, ঢাকা প্রিমিয়ার লিগে নির্বাসিত শাকিব

ঢাকা প্রিমিয়ার লিগে অভব্য আচরণের দায়ে শাস্তির মুখে পড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাকিবকে তিন ম্যাচে নির্বাসিত করার পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। এর ফলে মহমেডান স্পোর্টিংয়ের অধিনায়ক শাকিব ডিপিএলে অষ্টম থেকে দশম রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না।

ঘটনার সূত্রপাত

ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল খেলা চলছিল মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে আবাহনী লিমিটেডের। মহমেডান ২০ ওভারে ১৪৫ রান তুলেছিল। এরপর বল করার সময়ই বিতর্কে জড়ান শাকিব। ম্যাচের পঞ্চম ওভারে তাঁর বলে একটি চার ও একটি ছক্কা মারেন বাংলাদেশ দলে শাকিবের সতীর্থ মুশফিকুর রহিম। বাকি চার বলে আর কোনও রান পায়নি বিপক্ষ দল। এই ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন জানান শাকিব। আম্পায়ার তা নাকচ করতে হঠাৎই সকলকে অবাক করে দিয়ে লাথি মেরে স্টাম্প ভেঙে দেন তিনি। এরপর আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়েও জড়িয়ে পড়তে দেখা যায় শাকিবকে। ম্যাচের ষষ্ঠ ওভারে তিনি আবার আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে উইকেট তুলে নিয়ে আছাড় মেরে ফেলে দেন।

জোরালো বিতর্ক

শুধু তাই নয়, আবাহনী কোচ তথা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক খালেদ মামুদের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েছিলেন শাকিব। যদিও আবাহনীর তরফে জানানো হয়েছে, ম্যাচের শেষে তাদের ড্রেসিংরুমে গিয়ে ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন শাকিব। খালেদের সঙ্গে সম্পর্কও স্বাভাবিক করে নিয়ে দুজনে একে অপরকে বুকে টেনে নেন। সম্প্রতি শাকিব নেটে ব্যাটিং করার সময় জৈব সুরক্ষা বলয় ভাঙেন বলে অভিযোগ ওঠে। এজন্য মহমেডানকে সতর্ক করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটির তরফে। তবে ক্লাব বা শাকিবকে কোনও শাস্তির মুখে পড়তে হয়নি। যদিও ডাকওয়ার্থ-লুইস মেথডে ম্যাচ জেতার পরও অভব্য আচরণের জন্য শাস্তি এড়াতে পারলেন না শাকিব।

ক্ষমাপ্রার্থী শাকিব

এই কৃতকর্মের জন্য শাকিব ফেসবুকে ক্ষমা প্রার্থনাও করেন। তিনি লিখেছেন, মেজাজ হারিয়ে ম্যাচে যেটা করেছি তার জন্য আমার ভক্তদের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে এটা করা আমার উচিত হয়নি। কিন্তু কখনও কখনও ইচ্ছা না থাকলেও এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়। আমার দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট আধিকারিক ও আয়োজকদের কাছে এই ভুলের জন্য ক্ষমা চাইছি। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। যদিও কখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাত, কখনও বা আইসিসি-র নির্বাসনের মুখে পড়া, বারেবারেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েছেন শাকিব। সাম্প্রতিক ঘটনা তাতে অন্য মাত্রা যোগ করল।

ছবি- মহমেডান স্পোর্টিং ক্লাব ফেসবুক

ভিলেন বানানোর প্রয়াস

শাকিবের স্ত্রী শিশির আজ ফেসবুকে লেখেন, আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কোনও চর্চা না করে, আসল বিষয় ধাপাচাপা দিয়ে শাকিবকে ভিলেন হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, শাকিবের ব্যাটিং ফর্মও খুব ভালো যাচ্ছে না। সাত ম্যাচে দু-বার শূন্য ও একবার ২ রানে আউট হয়েছেন। আবাহনীর বিরুদ্ধে করেন ৩৭। বাকি তিনটি ইনিংসে তাঁর রান ২৯, ২২ ও ২০। বল হাতে ৮টি উইকেট পেয়েছেন। শাকিবের দল এখন পয়েন্ট তালিকায় রয়েছে চার নম্বরে।

ছবি- মহমেডান স্পোর্টিং ক্লাব ফেসবুক

More SHAKIB AL HASAN News  

Read more about:
English summary
Shakib Al Hasan Suspended For Three Matches In Dhaka Premier League. He Has Kicked And Then Uprooted The Stumps In Anger Over Umpire's Decision.