আবু ধাবি: মরুশহরে পাকিস্তান সুপার লিগের(PSL) ম্যাচে বাউন্সারে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন ক্যারিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল(Andre Russell)। অবস্থা এতটাই গুরুতর যে পরবর্তীতে হাসপাতালে ভর্তি করতে হয় এই পিঞ্চ হিটার ব্যাটসম্যানকে। এরপর পাকিস্তান সুপার লিগ প্রথম কনকাশন পরিবর্তনের সাক্ষী থাকে। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সে(Quetta Gladiators) রাসেলের কনকাশন পরিবর্ত হন পেসার নাসিম শাহ(Naseem Shah)।

শুক্রবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের(Islamabad United) বিরুদ্ধে ম্যাচ ছিল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে গ্ল্যাডিয়েটর্স। রাসেলের আঘাত পাওয়ার ঘটনাটি ঘটে ইনিংসের ১৪তম ওভারে। বিপক্ষের তরুণ মিডিয়াম পেসার মুসা খানকে(Musa Khan) টানা দু’টি ছক্কা হাঁকানোর পর লাফিয়ে ওঠা বাউন্সার থেকে নিজেকে সামলাতে পারেননি ক্যারিবিয়ান ক্রিকেটার। বল এসে তাঁর মাথায় লাগে।

প্রাথমিক চিকিৎসার পর ফের ব্যাটিং শুরু করেন রাসেল। কিন্তু তাঁর ইনিংস দীর্ঘায়িত হয়নি। পরের বলেই ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। ৬ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন রাসেল। এবং প্যাভিলিয়নেই অসুস্থতা অনুভব করেন ক্যারিবিয়ান। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ইসলামাবাস ইনিংসের শুরুতে স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি। কনকাশন পরিবর্ত হিসেবে নামেন ফাস্ট বোলার নাসিম শাহ। তবে ইসলামাবাদ অধিনায়ক শাদাব খান(Shadab Khan) কনকাশন পরিবর্ত নিয়ে মোটেই খুশি হতে পারেননি। অলরাউন্ডার রাসেলের পরিবর্তে ফাস্ট বোলার নাসিম কীভাবে ‘লাইক টু লাইক’ বিকল্প হতে পারেন? প্রশ্ন তোলেন শাদাব।

One must always witness a Dre Russ show. This time cut short by @iMusaKhan 🪄 #MatchDikhao l #HBLPSL6 l #QGvIU pic.twitter.com/pemprmMbCj

— PakistanSuperLeague (@thePSLt20) June 11, 2021

কিন্তু রাসেলের ব্যাটিং যেহেতু হয়ে গিয়েছিল তাই নাসিমকে কনকাশন পরিবর্ত হিসেবে ব্যবহারের অনুমতি দেন ম্যাচ রেফারি। যদিও রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে রান তোলে ইসলামাবাদ ইউনাইটেড, সৌজন্যে কলিন মুনরো(Colin Munro)। কিউয়ি ওপেনিং ব্যাটসম্যানের ৩৬ বলে ৯০ রানে ভর করে মাত্র ১০ ওভারে ১৩৪ রান তাড়া করে ফেলে। মুনরোর ইনিংসে ছিল ১২টি চার এবং ৫টি ছক্কা। আরেক ওপেনার উসমান খোয়াজা(Usman Khwaja) ২৭ বলে ৪০ রান করে অপরাজিত থেকে যান।

এর আগে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে কোনও দল এত দ্রুত রান তাড়া করে ম্যাচে জেতেনি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে লিগে দু’য়ে উঠে আসে ইসলামাবাদ ইউনাইটেড। শনিবার পেশোয়ার জালমির মুখোমুখি কোয়েট্টা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.