টেস্টে উইকেট নেই
বিরাট কোহলিকে সবচেয়ে বেশি বোলিং করিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৯১টি টেস্ট বিরাট বল করেছেন ২৯.১ ওভার, ২টি মেডেন পেয়েছেন। ৮৪ রান খরচ করলেও টেস্টে কোনও উইকেট নেই বিরাটের। অস্ট্রেলিয়ার অজিদের বিরুদ্ধে তিনি সবচেয়ে বেশি ৯ ওভার করেছেন। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি বল করেছেন ৮ ওভার করে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে বিরাট ২.১ ওভার বল করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ওভার। অধিনায়ক ধোনিই টেস্টে সবচেয়ে বেশি ২৩ ওভার বল করিয়েছেন বিরাটকে দিয়ে। নিজে অধিনায়ক হিসেবে করেছেন ৫.১ ওভার। বীরেন্দ্র শেহওয়াগের অধিনায়কত্বেও টেস্টে এক ওভার বল করেছেন বিরাট।
একদিনের আন্তর্জাতিকে
একদিনের আন্তর্জাতিকে সবমিলিয়ে বিরাট কোহলি হাত ঘুরিয়েছেন ১০৬.৫ ওভার। ১টি মেডেন। ৬৫৫ রানের বিনিময়ে চার উইকেট রয়েছে বিরাটের ঝুলিতে। সেরা বোলিং ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানে ১ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি এবং নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি করে উইকেট রয়েছে বিরাটের। ধোনির অধিনায়কত্বে ১৩৮টি ম্যাচে ৮৭.৫ ওভারে ৫৪৭ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়াও ভারত অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীর, সুরেশ রায়না, বীরেন্দ্র শেহওয়াগ বোলিং করিয়েছেন বিরাটকে দিয়ে। ২০১১ সালে কার্ডিফে অ্যালেস্টার কুককে বোল্ড করেন বিরাট। ওই বছরই তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে আরেকটি উইকেট পান। মোহালিতে ইংল্যান্ড ওপেনার ক্রেগ কিসওয়েটারকে বোল্ড করেন। ২০১৩ সালে জোহানেসবার্গ কুইন্টন ডি কক ১৩৫ রান করে কট অ্যান্ড বোল্ড হন বিরাটের বলে।২০১৪ সালে ওয়েলিংটনে ব্রেন্ডন ম্যাকালামকে ২৩ রানের মাথায় ফেরান বিরাট, ক্যাচ ধরেছিলেন রোহিত শর্মা।
টি ২০ আন্তর্জাতিকে
টি ২০ আন্তর্জাতিকে ৯০টি ম্যাচে ২৪.২ ওভার হাত ঘুরিয়ে ১৯৮ রানের বিনিময়ে ৪ উইকেট পেয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধেই দুটি উইকেট। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি করে উইকেট পেয়েছেন। ইংল্যান্ডের মাটিতে পেয়েছেন ১টি, দেশে ২টি এবং শ্রীলঙ্কায় ১টি। সেরা বোলিং ইংল্যান্ডেরই বিরুদ্ধে, ১৩ রানের বিনিময়ে এক উইকেট। ধোনির অধিনায়কত্বেই বল করেছেন টি ২০ আন্তর্জাতিকে। ২০১১ সালে ইডেনে ইংল্যান্ডের সমিত প্যাটেলকে আউট করেন, ক্যাচ ধরেছিলেন মনোজ তিওয়ারি। ২০১১ সালেই ম্যাঞ্চেস্টারে বিরাট আউট করেন কেভিন পিটারসেনকে। স্টাম্প করেছিলেন ধোনি। ২০১২ সালের টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ হাফিজকে বোল্ড করেন কলম্বোয়। ২০১৬ সালে মুম্বইয়ে তিনি নেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসের উইকেট, ক্যাচ ধরেছিলেন রোহিত শর্মা।
আরও উইকেট
আইপিএলেও বিরাট কোহলির চারটি উইকেট রয়েছে। ২০০৮ ও ২০১১ সালের আইপিএলে তিনি দুটি করে উইকেট পেয়েছিলেন। তবে ২০১৬ সালের পর আর আইপিএলে দেখা যায়নি বোলার বিরাটকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর তিনটি উইকেট রয়েছে। লিস্ট এ বা ৫০ ওভারের ক্রিকেটে ৪টি এবং টি ২০-তে তাঁর উইকেটসংখ্যা ৮। ইংল্যান্ড সফরে পার্টনারশিপ ভাঙতে বিরাট বল হাতে তুলে নেবেন কিনা তা অবশ্য স্পষ্ট হবে কিছুদিনের মধ্যেই।