আয়েশা সুলতানার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, বিজেপি ছাড়ার হিড়িক লাক্ষাদ্বীপে

চলচ্চিত্র নির্মাতা দ্বীপবাসী ও আয়েশা সুলতানার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়েরের প্রতিবাদে বিজেপিতে পদত্যাগের হিড়িক পড়ে গেল লাক্ষাদ্বীপে। বিজেপির লাক্ষাদ্বীপ ইউনিটের একাধিক নেতা-কর্মী শনিবার পদত্যাগ করেছেন। বিজেপির লাক্ষাদ্বীপ ইউনিটের প্রধান সি আবদুল খাদের হাজির অভিযোগের ভিত্তিতে কাভরাট্টি পুলিশ সুলতানার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে।

অভিযোগকারী সংবাদমাধ্যমে আলোচনার সময় সুলতানার মন্তব্যকে উদ্ধৃত করে বলেন, তিনি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের প্রফুল্ল প্যাটেলকে 'জৈব অস্ত্র' হিসাবে উল্লেখ করেছিলেন। এর ফলে দ্বীপপুঞ্জে গণবিক্ষোভ তৈরি হয়েছে। এরপরই পদত্যাগ করতে শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা বলেন, সুলতানার বিরুদ্ধে হাজি সাহেবের অভিযোগ ভিত্তিহীন।

অভিযোগ, সুলতানার এবং তাঁর পরিবারের সম্মান নষ্ট করার লক্ষ্যে ওই অভিযোগ করা হয়েছে। তিনি শুধু দ্বীপপুঞ্জের মানুষের অধিকারের জন্যই কথা বলেছিলেন। পুরো বিজেপি ইউনিট প্রশাসক প্রফুল্ল প্যাটেলের গণতন্ত্রবিরোধী, জনগণবিরোধী এবং ভয়াবহ নীতি সমালোচনা করেন।

দল থেকে পদত্যাগকারীদের মধ্যে বিজেপির রাজ্য সম্পাদক আবদুল হামিদ মুলিপুরা, ওয়াকফ বোর্ডের সদস্য উম্মুল কুলুওস পুঠিয়াপুরা, খাদি বোর্ডের সদস্য সাইফুল্লাহ পাক্কিওদা, চেতলাট ইউনিটের সেক্রেটারি জাবির সালিহথ মঞ্জিল এবং দলীয় কর্মীরাও রয়েছেন তাঁদের সঙ্গে।
গরুর মাংস বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা, স্থানীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় দুই সন্তান থাকলে নিষেধাজ্ঞা, ভূমি-ব্যবহারের নীতিমালায় ব্যাপক পরিবর্তন-সহ প্যাটেলের প্রস্তাব নিয়ে লাক্ষাদ্বীপে বিজেপি ইউনিটের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে।

More BJP News  

Read more about:
English summary
BJP leaders give resignations in Lakshadweep unit after sedition case against Aisha Sultana.
Story first published: Saturday, June 12, 2021, 20:54 [IST]