ভাবনাকে প্রশ্ন নেটিজেনদের
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের অনুগামীদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে মেতে উঠেছিলেন ভাবনা কোহলি ধিংরা। সেখানেই বিরাট কোহলির বোনের কাছে প্রশ্ন উড়ে আসে যে তিনি তাঁর দাদা ও বৌদি তথা অভিনেত্রী অনুষ্কা শর্মার মেয়েকে দেখেছেন কিনা? ছোট্ট ভামিকা কার মতো দেখতে হয়েছে, সে প্রশ্নও ভাবনাকে করা হয়।
কী উত্তর দিলেন বিরাটের বোন
নেটিজেনদের থেকে এই প্রশ্ন হয়তো আশা করেছিলেন ভাবনা কোহলি ধিংরা। তাই হয়তো সমুচিত জবাব দেওয়ার জন্যও তৈরি ছিলেন বিরাট কোহলির বোন। ছোট্ট শব্দে সবটা বুঝিয়ে দিয়েছেন ভাবনা। লিখেছেন, অনুষ্কা এবং ভামিকা দুর্দান্ত। দুই জনকেই তিনি ভালোবাসেন বলেও জানিয়েছেন বিরাটের বোন। যদিও সুকৌশলে আসল জবাবটা তিনি গোপনই রেখেছেন।
সোজা ব্যাটে খেলেছিলেন বিরাট
ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে একই প্রশ্ন করেছিলেন এক নেটিজেন। তার উত্তরে প্রথমে কন্যার নামের অর্থ বুঝিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বলেছিলেন যে দেবী দুর্গার অন্য নাম ভামিকা। এরপর সাফ জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া কী তা না বোঝা পর্যন্ত কন্যার ছবি তিনি এবং তাঁর অনুষ্কা শর্মা ভাইরাল হতে দেবেন না বলে ঠিক করেছেন। কন্যা এ ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিজে নেবে বলেও আশা প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক।
ভারত বনাম ইংল্যান্ড
আগামী ১৮ জুন সাউদাম্পটনে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। ম্যাচ খেলতে ইংল্যান্ডে প্রস্তুতি সারছেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে ইংল্যান্ডেই রয়েছেন স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা ও কন্যা ভামিকা। যদিও ভারতীয় অধিনায়ককে ইংল্যান্ডে এখনও পর্যন্ত সপরিবারে কোনও ছবি তুলতে দেখা যায়নি।