কলকাতাঃ বিগত বেশ কিছু দিন ধরে সংবাদ শিরোনামে ঘোরাফেরা করছে নুসরতের (Nusrat Jahan) নাম। কখনও তার গর্ভবতী হওয়ার খবর, কখনও তার বিবাহ জল্পনা আবার গতকালই সামনে এসেছে নুসরতের বেবি বাম্পের (Nusrat’s baby bump) ছবি। এবার খবরে শ্রাবন্তী। অভিনেত্রী শ্রাবান্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) তৃতীয় বিয়ে তাও খুব একটা সুখকর নয়। শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি তার তৃতীয় স্বামী রোশানকে (Roshan Singh) ডিভোর্স দিতে চাইছেন। অন্যদিকে স্বামী রোশান স্ত্রীকে ছারতে নারাজ। স্ত্রীকে ফিরে পেতে মরিয়া রশান আদালতের দারস্ত হয়েছেন।

এত কিছুর মাঝে শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট নেট দুনিয়ায় উস্কে দিয়েছে তার চতুর্থ বিবাহের জল্পনা। গতকাল অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কনে সাজে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে লাল শাড়ি, এক মাথা সিঁদুর, হাতে শাখা-পলা, নাকে টানা নলক, গলায় জমকাল সেট, মাথায় মুকুট– সব মিলিয়ে তার নববধূর সাজকে সম্পূর্ণ করেছে। এই ছবি দেখেই নেট দুনিয়ায় জল্পনা শুরু। তবে কি শ্রাবন্তী চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন?

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বৈবাহিক জীবন অল্প বিস্তর সকলেরই জানা। বিয়ে করলেও সেই বিয়ে তাকে ভেঙে বেরিয়ে আসতে হয়েছে। প্রথমে পরিচালক রাজীব, তারপরে মডেল কৃষ্ণ ব্রজ, এবং বর্তমানে রোশান। তবে অভিনেত্রী রোশানের থেকে ডিভোর্স নিয়ে চান। এমনটাই শোনা যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার নববধূ সাজের ছবি কেবল ব্রাইডাল শুটের জন্যে। সেকথা অভিনেত্রী নিজেই ছবির ক্যাপশনে জানালেও, কটুকথা বলতে ছাড়েননি নেটিজেনরা। বাধ্য হয়ে অভিনেত্রী ছবির কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন।

সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে নুসরতের হাউস পার্টিতে (Nusrat’s house party)। এই হাউস পার্টির ছবিতই প্রথমবার সামনে এসেছে নুসরতের বেবি বাম্পের ছবি। নিমেষে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই পার্টিতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা যশ (Yash Dasgupta), তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty), পরিচালক বির্শা দাসগুপ্ত (Birsa Dasgupta) প্রমুখরা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.