পাকিস্তানকেই অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, জাতিসঙ্ঘে শান্তির বার্তা ভারতের

পাকিস্তান-সহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে সু-সম্পর্ক চায় ভারত। জাতিসঙ্ঘে দৃঢ়ভাবে তা জানিয়ে ভারতের তরফে প্রতিবেশী দেশকে অনুকূল পরিবেশ তৈরির বার্তা দেওয়া হয়েছে। কোনওভাবেই ভারতের সীমান্তকে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলে ইসলামাবাদকে সাফ জানিয়ে দিয়েছে ভারত।

'২০২০ সালের সুরক্ষা কাউন্সিলের প্রতিবেদন' সম্পর্কিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় কাউন্সিলর আর মধু সুদান বলেন, "পাকিস্তান-সহ সমস্ত দেশের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশী সম্পর্ক চায় ভারত। আমাদের ধারাবাহিক অবস্থান হ'ল ভারত ও পাকিস্তানের মধ্যকার বিষয়গুলি দ্বিপক্ষীয় ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাস, বৈরিতা ও হিংসামুক্ত পরিবেশে সমাধান করা।

তিনি আরও বলেন, "পাকিস্তানের উপর নির্ভর করছে এ জাতীয় অনুকূল পরিবেশ তৈরি করার বিষয়টি। ভারতের নিয়ন্ত্রণাধীন কোনও অঞ্চলকে কোনওভাবেই তারা সীমান্ত সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে পারবে না। এর আগে কথা বলার সময়, জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আক্রাম তাঁর মন্তব্যে জম্মু ও কাশ্মীরের বিষয়টি উত্থাপন করেছিলেন।

মিঃ সুদান বলেন, এটি দুর্ভাগ্যজনক যে, ভারতের অভ্যন্তরীণ বিষয় ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা নিয়ে ইউএনজিএ ফোরামকে কাজে লাগানোর চেষ্টা করেছিল পাকিস্তান। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতের সংসদ সিদ্ধান্ত গ্রহণ করে। সেটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবু নাক গলিয়েছিল পাকিস্তান।

ভারত বর্তমানে স্থায়ী সদস্য হিসাবে সুরক্ষা কাউন্সিলে দু'বছরের মেয়াদে দায়িত্ব পালন করছে। ভারত জাতিসঙ্ঘে আর জানিয়েছে যে, ১৫-জাতীয় কাউন্সিলের সদস্য হিসাবে অন্যান্য নির্বাচিত সদস্যদের সঙ্গে কার্যনির্বাহী সংস্কারের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং জেনারেল অ্যাসেমব্লিতে আরও ভালো রিপোর্ট প্রদান করবে।

More INDIA News  

Read more about:
English summary
India says in United Nation general meeting that Pakistan to create conducive atmosphere for neighborhood relations.
Story first published: Saturday, June 12, 2021, 23:19 [IST]