কলকাতা: প্রায় অনেকের মুখে শোনা যায় ভারতের সবথেকে কঠিন পরীক্ষা নাকি ইউপিএসসি (UPSC)। দেশের আইএএস (IAS) থেকে শুরু করে আইপিএস (IPS), আইএফএস (IFS) এর মতো সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়োগ করা হয় এই ইউপিএসসি (UPSC) উত্তীর্ণ প্রার্থীদের। আর সেই কারণে এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) পরীক্ষা কঠিন হলেও, তা অসম্ভব নয়। যে কারণে একটা অধিক সংখ্যক মানুষের স্বপ্ন ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের সেবা করা। যেসকল মানুষ এই স্বপ্ন দেখে, তাদের জন্য রয়েছে একটি সুখবর। ইউপিএসসি (UPSC) তরফে প্রার্থী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশন National Defence Academy ও Naval Academy Examination (II) 2021 এর মাধ্যমে বেশকিছু প্রার্থী নিয়োগ করতে চলেছে।

চাকরির বিবরণ (Job Details)

সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) প্রার্থী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। National Defence Academy ও Naval Academy Examination (II) 2021 এর মাধ্যমে মোট ৪০০ জন প্রার্থী নিয়োগ করা হবে। ৯ জুন থেকে কমিশন প্রার্থীদের জন্য অনলাইনে আবেদনের দরজা খুলে দিয়েছে। এই আবেদন প্রক্রিয়া শেষ করা হবে ২৯ জুন। প্রার্থীরা https://upsconline.nic.in/mainmenu2.php লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্মটিও পেয়ে যাবে। পাশাপাশি সমস্ত পদের তথ্য দেখা যাবে file:///C:/Users/USER/Downloads/NDAII2021-E.pdf এই ঠিকানায়।

পদ সংখ্যা (VACANCY)

কমিশন (UPSC) তাদের National Defence Academy ও Naval Academy Examination (II) 2021 এর মাধ্যমে মোট ৪০০ জন প্রার্থী নিয়োগ করবে। National Defence Academy এর মাধ্যমে Army তে ২০৮ জন, Navy তে ৪২ জন এবং Air Force (including Ground Duties) এ ১২০ জন প্রার্থী নিয়োগ করা হবে। অন্যদিকে Naval Academy (10+2 Cadet Entry Scheme) (110th Course) এর মাধ্যমে ৩০ জন প্রার্থী নিয়োগ করা হবে।

বেতন(SALARY)

চাকরির আবেদনের বিজ্ঞপ্তিতে কমিশনের (UPSC) তরফে বেতনের কোনও বিষয় উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification)
Army Wing of NDA এর জন্য প্রার্থীদের থাকতে হবে স্কুল শিক্ষার (School Education) ১০ + ২ প্যাটার্ন (10+2 pattern) পরীক্ষায় দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার ডিগ্রি। অন্যদিকে Air Force and Naval Wings of NDA & NA এর জন্য প্রার্থীদের পদার্থবিজ্ঞান (Physics) এবং গণিত (Mathematics) বিষয় নিয়ে স্কুল শিক্ষার (School Education) ১০ + ২ প্যাটার্নের (10+2 pattern) দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া জরুরী।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.