একমাত্র ভারতীয় ভারোত্তোলক হিসেবে টোকিও অলিম্পিক্সের টিকিট পেলেন মীরাবাঈ চানু

একমাত্র ভারতীয় ভারোত্তোলক হিসেবে টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়ার ছাড়পত্র পেলেন সাঁইখোম মীরাবাঈ চানু। ইন্টারন্যাশনাল ওয়েটলিফ্টিং ফেডারেশন বা আইডব্লুএফের প্রকাশিত সাম্প্রতিক ক্রমতালিকার প্রেক্ষিতে এই সাফল্য আদায় করেছেন দেশের তারকা ভারোত্তোলক। চানুর সাফল্যে মুগ্ধ ভারতীয় ক্রীড়া মহল। তাঁর সাফল্য কামনায় সামিল ক্রীড়াপ্রেমীরা।

ইন্টারন্যাশনাল ওয়েটলিফ্টিং ফেডারেশন বা আইডব্লুএফের সদ্য প্রকাশিত ক্রমতালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন মণিপুরের ২৬ বছরের ভারোত্তোলক। ৪৯ কেজিতে মীরাবাই চানুর পয়েন্ট ৪ কোটি ১৩ লক্ষ ৩৬ হাজার ১৭২। যার বলে টোকিও অলিম্পিক্সের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন ভারতের আশা মীরাবাঈ চানু। আইডব্লুএফের ক্রমতালিকায় এই বিভাগের প্রথম স্থানে অবস্থান করছেন চিনের হুং ঝিহুই। তাঁর পয়েন্ট ৪ কোটি ৯২ লক্ষ ৬৪ হাজার ৪২২।

এক মাস আগে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েছিলেন মীরাবাঈ চানু। প্রতিযোগিতার ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৯ কেজি লিফ্ট করেছিলেন মণিপুরের তারকা। ওই চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জে টোকিও অলিম্পিক্সে ভারতের পদক জয়ের আশা তীব্র করেছিলেন চানু। শনিবার বিগ ইভেন্টে যোগ্যতা অর্জনের পর ভারতীয় ক্রীড়া প্রেমীদের স্বপ্নকে তিনি আরও বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন।

ইন্টারন্যাশনাল ওয়েটলিফ্টিং ফেডারেশন বা আইডব্লুএফের নির্দেশিকা অনুযায়ী অলিম্পিক্সের ভারোত্তোলনের প্রতি বিভাগে সর্বোচ্চ ১৪ জন অ্যাথলিট অংশ নিতে পারবেন। তাঁদের প্রথম আট জনকে ক্রমতালিকার প্রেক্ষিতে বাছাই করা হবে। বাকিদের নির্বাচন করবেন তাঁদের দেশের ভারোত্তোলক সংস্থা। সেই নিরিখে একমাত্র ভারতীয় হিসেবে টোকিও অলিম্পিক্সের ভারোত্তোলন বিভাগে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন মীরাবাঈ চানু। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত স্পোর্র্টস অথরিটি অফ ইন্ডিয়া সহ অন্যান্য নেটিজেনরা।

Many congratulations to #TOPSAthlete weightlifter @mirabai_chanu who has qualified for #Tokyo2020 after @iwfnet published its Absolute Ranking list where she is placed 2nd in the women’s 49 kg. pic.twitter.com/UhoXhpURaH

— SAIMedia (@Media_SAI) June 12, 2021

পুরুষদের ভরোত্তোলনের ৬৭ কেজি বিভাগে ১২তম স্থান পেয়ে টোকিও অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন প্রায় করেই ফেলেছিলেন ভারতের জেরেমি লালরিনলুঙ্গা। কিন্তু কন্টিনেন্টাল স্পট পেয়ে তাঁর স্বপ্ন শেষ করে দেন কোরিয়ার হাক মিয়াংমক। অল্পের জন্য ক্রমতালিকার প্রেক্ষিতে টোকিও অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন অচিন্ত্য শিউলি ও স্নেহা সোরেন।

More TOKYO OLYMPICS News  

Read more about:
English summary
Mirabai Chanu only Indian in wrestling category to qualifys for Tokyo Olympics