লোকাল ট্রেনে ছাড়পত্র এখনও মেলেনি, হাওড়া-শিয়ালদহ থেকে চালু হবে একাধিক স্পেশাল ট্রেন

লকডাইনের মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুন। তারপরের দিন থেকেই হাওড়া এবং শিয়ালদহ শাখায় চালু হতে চলেছে স্পেশাল ট্রেন। একাধিক রুটে স্পেশাল ট্রেন চালু করা হবে বলে জানানো হয়েছে। তবে লোকাল ট্রেন চালানো হবে কিনা তা নিয়ে কিছু জানানো হয়নি।

১৬ জুন পর্যন্ত লকডাউন

রাজ্যে করোনা সংক্রমণে রাশ টানতে দুই দফায় লকডাউন করেছে রাজ্য সরকার। ১৫ জুন পর্যন্ত সেই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রথম দফায় লকডাউন কড়া থাকলেও দ্বিতীয় দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। দোকান খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। দুপুর ১২টা থেকে চারটে পর্যন্ত বাড়ানো হয়েছে খুচরো দোকাল খোলার সময়।

বন্ধ লোকাল ট্রেন

লকডাউনের প্রথম দফা থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। রাজ্যে হাওড়া এবং শিয়ালদহ দুটি শাখাতেই সব রুটের লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। একের পর এক ট্রেন চালক এবং গার্ড করোনা আক্রান্ত হয়ে পড়ায় ট্রেন চালাতেও সমস্যা হচ্ছিল। তারপেরই লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দূরপাল্লার ট্রেন চলছে। সেটাও সীমিত সংখ্যাক।

চলবে স্পেশাল ট্রেন

করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ এখন অনেকটাই কম। সেকারণেই একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ তারিখ থেকে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হবে হাওড়া এবং শিয়ালদহ রুটে। তবে রবিবার সেগুিল চলবে না। হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশাল। শিয়ালদা-এনজেপি স্পেশাল। হাওড়া-কাটিহার স্পেশাল ট্রেন। সপ্তাহে ৪দিন চলবে কলকাতা-হলদিবাড়ি স্পেশাল। ২০ তারিখ থেকে শনিবার ছাড়া চলবে কলকাতা-বালুরঘাট স্পেশাল ট্রেন।

বন্ধ মেট্রো

করোনা সংক্রমণের কারণে মেট্রো পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। চলছে না কোনও বাস,ট্যাক্সি, অটো। সবকিছুই বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। গণপরিবহণ কবে চালু হবে তা এখনও জানানো হয়নি।

More TRAIN News  

Read more about:
English summary
Special train will start from Shealdha and Howrah rail in 17 June
Story first published: Saturday, June 12, 2021, 16:40 [IST]