মুকুলকে ঘিরে জল্পনার মাঝে বিজেপির ঘর ছাড়াদের নিয়ে তথাগত-চন্দ্রিমার পর পর ঝোড়ো টুইট

তৃণমূল বনাম বিজেপির যুযুধান রাজনৈতিক সংঘাতের মধ্যেই বাংলার তপ্ত রাজনীতির ক্যানভাসে এদিন সবচেয়ে বড় গুঞ্জন মুকুল রায়ের তৃণমূল ভবনে যাওয়ার খবর। যা ঘিরে ফের একবার পুত্র শুভ্রাংশুকে নিয়ে তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে শোনা যাচ্ছে। এদিকে, এই পরিস্থিতির মাঝেও বাংলার বুকে গতকালই বিজেপির তথাগত রায়ের এক টুইটের জবাবে চন্দ্রিমা রীতিমতো কটাক্ষ করেন।

বিজেপির ঘরছাড়া ইস্যু ও তথাগত

প্রসঙ্গত, গতকালই একটি টুইটে তথাগত রায় জানান যে বিজেপির যে সমস্ত কর্মীরা বাড়ি ছাড়া অবস্থায় এখন রয়েছেন, তাঁদের ঘরে ফেরাতে নয়া উদ্যোগ নিয়েছেন তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘটনার কথা জানিয়ে তথাগত রায় টুইট করেন। প্রসঙ্গত, বিজেপির ঘর ছাড়াদের নিয়ে দলীয় নেতাদের অবস্থানে একটা সময় উষ্মাও প্রকাশ করতে দেখা যায় তথাগতকে।

চন্দ্রিমার পদক্ষেপ

এর আগে বিজেপির ঘর ছাড়াদের ঘরে ফারোনর ইস্যুতে , তাঁদের নাম ঠিকানা চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে তারপর তথাগত রায় সেভাবে কোনও উদ্যোগ না নেওয়ায় রীতমতো তাগাদার সুরে এদিন এদিন তথাগতকে টার্গেট করে টুইট করেন চন্দ্রিমা।

চন্দ্রিমা কী লেখেন?

চন্দ্রিমা নিজের টুইটে লেখেন, সাত জুন তিনি যে এই ঘরছাড়াদের ঘরে ফেরাতে তিনি নিজের ইমেল আইডি শেয়ার করতে প্রস্তুত। চন্দ্রিমা সাফ জানান, তিনি ভেবেছিলেন যে তথাগত রায় এই মর্মে তৎক্ষাৎ যোগাযোগ করবেন। তবে তা হয়নি বলে নিজের টুইটে তথাগতকে কটাক্ষ করতে ছাড়েননি চন্দ্রিমা।

দাবির অনুযায়ী কাজ করুন

এদিন কার্যত কটাক্ষের সুরে চন্দ্রিমা জানান, ঘটনার গুরুত্ব ও তাকতটা জরুরি তার ভিত্তিতে যেন তথাগত রায় পদক্ষেপ নেন , তার বার্তা দেন চন্দ্রিমা। যদিও এরপরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বাংলা।

তৃণমূল ভবনে যাচ্ছি! বাড়ি থেকে বেরিয়ে এমনটাই জানালেন মুকুলতৃণমূল ভবনে যাচ্ছি! বাড়ি থেকে বেরিয়ে এমনটাই জানালেন মুকুল

More MUKUL ROY News  

Read more about:
English summary
TMC's Chandrima targets BJP's Tathagata Roy on West Bengal post poll situation
Story first published: Friday, June 11, 2021, 14:33 [IST]