বিজেপির ঘরছাড়া ইস্যু ও তথাগত
প্রসঙ্গত, গতকালই একটি টুইটে তথাগত রায় জানান যে বিজেপির যে সমস্ত কর্মীরা বাড়ি ছাড়া অবস্থায় এখন রয়েছেন, তাঁদের ঘরে ফেরাতে নয়া উদ্যোগ নিয়েছেন তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘটনার কথা জানিয়ে তথাগত রায় টুইট করেন। প্রসঙ্গত, বিজেপির ঘর ছাড়াদের নিয়ে দলীয় নেতাদের অবস্থানে একটা সময় উষ্মাও প্রকাশ করতে দেখা যায় তথাগতকে।
চন্দ্রিমার পদক্ষেপ
এর আগে বিজেপির ঘর ছাড়াদের ঘরে ফারোনর ইস্যুতে , তাঁদের নাম ঠিকানা চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে তারপর তথাগত রায় সেভাবে কোনও উদ্যোগ না নেওয়ায় রীতমতো তাগাদার সুরে এদিন এদিন তথাগতকে টার্গেট করে টুইট করেন চন্দ্রিমা।
চন্দ্রিমা কী লেখেন?
চন্দ্রিমা নিজের টুইটে লেখেন, সাত জুন তিনি যে এই ঘরছাড়াদের ঘরে ফেরাতে তিনি নিজের ইমেল আইডি শেয়ার করতে প্রস্তুত। চন্দ্রিমা সাফ জানান, তিনি ভেবেছিলেন যে তথাগত রায় এই মর্মে তৎক্ষাৎ যোগাযোগ করবেন। তবে তা হয়নি বলে নিজের টুইটে তথাগতকে কটাক্ষ করতে ছাড়েননি চন্দ্রিমা।
দাবির অনুযায়ী কাজ করুন
এদিন কার্যত কটাক্ষের সুরে চন্দ্রিমা জানান, ঘটনার গুরুত্ব ও তাকতটা জরুরি তার ভিত্তিতে যেন তথাগত রায় পদক্ষেপ নেন , তার বার্তা দেন চন্দ্রিমা। যদিও এরপরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বাংলা।