বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেশের বহু এলাকায়

আবহাওয়ার রিপোর্ট (Weather Report) বলছে, শুক্রবারই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে ১১ থেকে ১৪ জুন পর্যন্ত প্রবল বর্ষণের পূর্বভাস রয়েছে। এরফলে দেশের একাধিক জায়গায় প্রবল বর্ষণ আসন্ন। মহারাষ্ট্র, থেকে বিদর্ভে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

ভারী থেকে অতিভারী বর্ষণ পূর্বভারতে

আইএমডি জাানিয়েছে, পূর্ব ভারতের একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার রিপোর্টে জানানো হয়েছে, ওড়িশায় ১১ জুন ও ১২ জুন প্রবল বর্ষণ হতে চলেছে। ছত্তিশগড়ে ১১ থেকে ১৩ জন ভারী বর্ষণ আসন্ন। বিদর্ভ ও তেলাঙ্গানাতেও ১২ থেকে ১৩ জন প্রবল বর্ষণ আসন্ন।

অবিরাম বর্ষণ মহারাষ্ট্রে!

পশ্চিমী হাওয়ার শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমপ্রান্তে নিম্নচাপ
সংঘবদ্ধ হওয়ায় বহু এলাকায় বৃষ্টির প্রবল দাপট দেখা দেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ৯ জুন বৃষ্টির লাল সতর্কতা জারি হয়। অন্যদিকে, এরপরও ১৫ জুন পর্যন্ত এই ভারী বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। এদিকে কর্ণাটক ভিজতে তলেছে ১২ থেকে ১৫ জুন পর্যন্ত।

বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

প্রসঙ্গত, বাংলায় শুক্রবারই ভরা কোটালের পূর্বাভাস রয়েছে। ইয়াস বিধ্বস্ত বাংলায় এই ভরা কোটালের জলোচ্ছ্বাস সকাল থেকেই দিঘায় দেখা যাচ্ছে। এদিকে, আইএমডি জানিয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগজড, ওড়িশার সঙ্গে এবার বাংলাতেও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ হবে নিম্নতাপের জেরে। বর্ষণ হবে বিহার ও ঝাড়খন্ডেও। আগামী ২-৩ দিন সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।

প্রবল বর্ষণে ভিজবে কেরল

এদিকে, যে কেরলের পথে ভারতে বর্ষা এসেছে, সেই কেরল প্রবল বর্ষণের জেরে ভিজবে। এমনই আশঙ্কার কথা জানিয়ে আইএমডি বলেছে, ১১ থেকে ১৫ জুন পর্যন্ত কেরলে প্রবল বর্ষণ আসন্ন। এদিকে, রাজস্থান বাদে উত্তর-পশ্চিম ভারতের একাধিক জায়গায় প্রবল বর্ষণ আসন্ন।

More WEATHER News  

Read more about:
English summary
IMD forecasts formation of low pressure in Bay of Bengal many states to have Heavy Rain
Story first published: Friday, June 11, 2021, 10:51 [IST]